চীনের ক্রমবর্ধমান ফোল্ডেবল স্মার্টফোন বাজারে হুয়াওয়ের আধিপত্য

২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
চীনের ক্রমবর্ধমান ফোল্ডেবল স্মার্টফোন বাজারে হুয়াওয়ের আধিপত্য

২০২৪ সালে চীনের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এই বাজারে ২৭% প্রবৃদ্ধি হয়েছে। যদিও ফোল্ডেবল ফোন চীনের মোট স্মার্টফোন বিক্রির মাত্র ৩%, তবুও এ ধরণের দ্রুতগতির বৃদ্ধি যথেষ্ট গুরুত্বপূর্ণ। খবর জিএসএম এরিনা।

চীনের ফোল্ডেবল স্মার্টফোন বাজার বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক, কারণ অনেক নির্মাতা তাদের ফোল্ডেবল মডেল কেবলমাত্র এই বাজারেই বিক্রি করে। এর মধ্যেও হুয়াওয়ে তার আধিপত্য বজায় রেখেছে, দেশটির মোট ফোল্ডেবল বিক্রির অর্ধেকের বেশি ছিল হুয়াওয়ে ফোনের দখলে। বই-আকৃতির (বুক-টাইপ) ফোল্ডেবল ক্যাটাগরিতে হুয়াওয়ে মেট এক্স৫ এবং মেট এক্স৬ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, আর ক্ল্যামশেল ডিজাইনের মধ্যে পকেট ২ এবং নোভা ফ্লিপ সবচেয়ে জনপ্রিয় মডেল।

এছাড়া, অনার একমাত্র অন্য ব্র্যান্ড যার বাজার শেয়ার দুই অঙ্কের ঘরে রয়েছে। সংস্থার ম্যাজিক ভিএস২ এবং ভিএস৩ ফোল্ডেবল ফোনগুলো ব্যাপক সফলতা পেয়েছে।

গবেষণায় আরও উঠে এসেছে যে, চীনের ৬৭% ফোল্ডেবল ব্যবহারকারী বুক-টাইপ ফর্ম ফ্যাক্টরকে বেশি পছন্দ করে।

বিশ্লেষকদের মতে, ফোল্ডেবল ফোন এখন শুধুমাত্র প্রযুক্তিপ্রেমী বা পুরুষ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ নেই। প্রযুক্তির অগ্রগতির ফলে এখন আরও হালকা, টেকসই এবং উন্নত ক্যামেরাবিশিষ্ট ফোল্ডেবল ফোন তৈরি হচ্ছে, যা সাধারণ ব্যবহারকারী ও নারীদের মাঝেও জনপ্রিয় হয়ে উঠছে। এর ফলে, গত কয়েক বছরে এই বিশেষ বাজার দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

ডিবিটেক/বিএমটি