ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ থাকবে ৩০ দিন

ফেসবুক ঘোষণা করেছে যে, এখন থেকে লাইভ ভিডিও সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে, এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। আগে এই ভিডিওগুলো অনির্দিষ্টকাল ধরে সংরক্ষিত থাকত। নতুন নিয়ম বুধবার থেকে কার্যকর হবে। খবর টেকক্রাঞ্চ।
এই পরিবর্তনের ফলে বর্তমানে ৩০ দিনের বেশি পুরনো লাইভ ভিডিওগুলো মুছে ফেলা হবে। তবে, ফেসবুক জানিয়েছে যে, ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন এবং তাদের ৯০ দিন সময় দেওয়া হবে। তারা চাইলে ভিডিও ডাউনলোড করতে পারবেন, ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন বা ভিডিওকে নতুন রিল আকারে সংরক্ষণ করতে পারবেন।
ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে, “এই পরিবর্তন আমাদের স্টোরেজ নীতিগুলোকে শিল্পের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং সর্বশেষ লাইভ ভিডিও অভিজ্ঞতা নিশ্চিত করবে।” তবে, এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
টুইচের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে পার্টনার ও প্রাইম স্ট্রিমারদের ভিডিও ৬০ দিন এবং সাধারণ স্ট্রিমারদের ভিডিও ১৪ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। অন্যদিকে, ইউটিউব লাইভ ভিডিওগুলোকে সাধারণ ভিডিওতে রূপান্তর করে অনির্দিষ্টকাল সংরক্ষণ করে।
ফেসবুক আরও জানিয়েছে, চাইলে ব্যবহারকারীরা তাদের লাইভ ভিডিও ডাউনলোডের জন্য ছয় মাস পর্যন্ত সময় নিতে পারবেন। নতুন ডাউনলোড টুলের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের পুরনো লাইভ ভিডিও ডাউনলোড বা ক্লাউড স্টোরেজে স্থানান্তর করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি