সরকারি কাজ স্বয়ংক্রিয় করতে ডোজের চ্যাটবট চালু

৯ মার্চ, ২০২৫ ১১:২৫  
৯ মার্চ, ২০২৫ ১১:২৬  
সরকারি কাজ স্বয়ংক্রিয় করতে ডোজের চ্যাটবট চালু

সরকারি কাজ স্বয়ংক্রিয় করতে ইলন মাস্কের ডোজ একটি কাস্টম চ্যাটবট চালু করেছে, যা যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) কর্মীরা ব্যবহার করছেন। খবর এনগ্যাজেট।

‘জিএসএআই’ নামের এই চ্যাটবট কর্মীদের ইমেইল খসড়া, বক্তৃতার মূল বক্তব্য তৈরি, টেক্সট সংক্ষিপ্তকরণ এবং কোড লেখার সুবিধা দিচ্ছে। ব্যবহারকারীরা এতে তিনটি মডেলের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন—ক্লদ হাইকু ৩.৫ (ডিফল্ট), ক্লদ সনেট ৩.৫ ভি২ এবং মেটা লামা ৩.২। মূলত, এটি চুক্তি ও ক্রয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণের জন্য তৈরি করা হয়েছে।

জিএসএ সম্প্রতি বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের শিকার হয়েছে। এনপিআরের এক প্রতিবেদনে জানানো হয়, সংস্থাটি ইতোমধ্যে ১,০০০-এর বেশি কর্মী ছাঁটাই করেছে, যার মধ্যে প্রযুক্তি শাখার প্রায় ৯০ জন রয়েছেন।

সংবাদ মাধ্যম ওয়ায়ার্ড জানায়, পরীক্ষামূলকভাবে কিছু কর্মীর কাছে এটি সরবরাহ করার পর এখন ১,৫০০ কর্মীকে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে কর্মীদের ‘ফেডারেল গোপন তথ্য’, ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য বা ‘নিয়ন্ত্রিত অপ্রকাশিত তথ্য’ এতে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি