ফ্রিল্যান্সারদের জন্য একাধিক এআই টুল আনলো ফাইভার

ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ফাইভার গিগ ওয়ার্কারদের কাজের দক্ষতা বাড়াতে এবং স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার সুযোগ দিচ্ছে। নতুন এক উদ্যোগের আওতায় ফ্রিল্যান্সাররা তাদের কণ্ঠ, ডিজাইন ও অন্যান্য কাজের নমুনা দিয়ে নিজস্ব এআই মডেল প্রশিক্ষিত করতে পারবেন এবং গ্রাহকদের কাছে এটি ব্যবহারের বিনিময়ে অর্থ নিতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
ফাইভারের সিইও মিচা কাউফম্যান বলেন, "এটি ফ্রিল্যান্সারদের অপ্রাসঙ্গিক না করে বরং তাদের আরও শক্তিশালী করে তুলবে।"
বর্তমানে এআই প্রযুক্তির কারণে লেখক, প্রোগ্রামার ও অ্যাপ ডেভেলপারদের কাজের সুযোগ কমে যাচ্ছে। এ অবস্থায় ফাইভার ফ্রিল্যান্সারদের জন্য "পার্সোনাল এআই ক্রিয়েশন মডেল" চালু করছে, যার মাধ্যমে তারা নিজেদের কাজের ভিত্তিতে স্বয়ংক্রিয় এআই মডেল তৈরি করতে পারবেন। এই সেবা ব্যবহারের জন্য প্রতি মাসে ২৫ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, "পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট" নামের আরেকটি টুল চালু করছে ফাইভার, যা ফ্রিল্যান্সারদের গ্রাহকদের সাথে যোগাযোগ সহজ করবে। এর সাবস্ক্রিপশন ফি ২৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
ফাইভার নিশ্চিত করেছে, ফ্রিল্যান্সারদের কাজ কোম্পানির নিজস্ব এআই মডেল তৈরিতে ব্যবহার করা হবে না এবং ফ্রিল্যান্সাররা চাইলে এই মডেল বন্ধ করে দিতে পারবেন। এছাড়া, সফল ফ্রিল্যান্সারদের ফাইভারের শেয়ার দেওয়ার ঘোষণাও দিয়েছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি