অ্যাপে অফলাইন সুবিধা চালু করেছে পাঠাও

১৮ আগষ্ট, ২০২৫ ১৫:৩৩  
১৮ আগষ্ট, ২০২৫ ১৫:৩৪  
অ্যাপে  অফলাইন সুবিধা চালু করেছে পাঠাও

ফোনে চার্জ কম, ডেটা শেষ বা শুধু বাটন ফোন আছে- এমন নানা ইস্যুতে বর্তমানে প্রতিদিন ৬০ শতাংশের বেশি বাইক রাইড অ্যাপের বাইরে চলছে। এতে যাত্রীদের নিরাপত্তা হুমকীতে পড়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় পাঠাও কানেক্ট নামের নতুন একটি ফিচার এনেছে দেশের প্রথম রাইড শেয়ার অ্যাপ পাঠাও কর্তৃপক্ষ। 

পাঠাও জানায়, অফলাইন রাইডে ইউজারদের কোনো যাচাই-বাছাই ছাড়াই ভরসা করতে হয় রাইডারের ওপর। এমন অবস্থায় ইউজার ও রাইডার উভয়েরই নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ঠিক এই সমস্যার সমাধান আনতেই পাঠাও এনেছে পাঠাও কানেক্ট একটি স্মার্ট, সহজ এবং নিরাপদ সমাধান, যা অফলাইন রাইডকেও অনলাইনের মতো সুরক্ষিত করে তোলে।

পাঠাও কানেক্ট এমন একটি ফিচার যা স্মার্টফোন বা ডেটা না থাকলেও অফলাইনে রাইডের নিরাপত্তা নিশ্চিত করে। ইউজার ও রাইডার কেউ একজন শুধু অ্যাপে নির্ধারিত কোড বা ফোন নম্বর আর ওটিপি দিয়ে রাইড কানেক্ট করলেই, সেই রাইডটি পাঠাও-এর সিস্টেমে সংযুক্ত হয়ে যায়। ফলে রাইডটি ট্র্যাকযোগ্য হয়, রাইডারের তথ্য সেইভ থাকে, এবং পাঠাও-এর সব নিরাপত্তামূলক ফিচার যেমন লাইভ লোকেশন শেয়ারিং, চালকের তথ্য, এমনকি বিনামূল্যে ট্রিপ সেফটি কভারেজও অ্যাকটিভ থাকে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ ,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।