ভারত সফরের পরিকল্পনা ইলন মাস্কের
টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তিনি চলতি বছরের শেষ দিকে ভারত সফরে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রযুক্তি বিষয়ক আলোচনার একদিন পর শনিবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স।
মাস্ক তার পোস্টে লেখেন, "আমি এ বছরের শেষের দিকে ভারত সফরের অপেক্ষায় রয়েছি!"
এর আগে শুক্রবার, প্রধানমন্ত্রী মোদি এক্সে একটি পোস্টে জানান, তিনি ইলন মাস্কের সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনা কখন বা কী প্রেক্ষাপটে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের সম্ভাব্য ভারত সফর বিভিন্ন প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে, বিশেষত বৈদ্যুতিক যানবাহন ও মহাকাশ প্রযুক্তির মতো খাতে।
ডিবিটেক/বিএমটি







