আরও ব্যবহারকারীর জন্য উন্মুক্ত অ্যালেক্সা প্লাস

১৮ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
আরও ব্যবহারকারীর জন্য উন্মুক্ত অ্যালেক্সা প্লাস

অ্যামাজনের উন্নত এআই-চালিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা প্লাস এখন আরও বেশি প্রাথমিক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। শনিবার অ্যামাজন জানায়, যারা ইয়ারলি অ্যাকসেস প্রোগ্রামে সাইন আপ করেছিলেন, তাদের অনেকেই এখন অ্যালেক্সা প্লাস সক্রিয় করতে পারছেন। খবর এনগ্যাজেট।

নতুন এই ভার্সনকে আগের তুলনায় আরও স্মার্ট ও কথোপকথনে দক্ষ বলা হচ্ছে। মার্চ মাসে প্রথম ধাপে যেসব ব্যবহারকারীর জন্য অ্যালেক্সা প্লাস চালু করা হয়েছিল, তাদের অনেকের কাছেই প্রতিশ্রুত ফিচারগুলো আসেনি। দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, এসব ফিচার তখনো জনসাধারণের ব্যবহারের উপযুক্ত ছিল না।

বর্তমানে ইকো শো ৮, ১০, ১৫ এবং ২১ ডিভাইসধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একটি ডিভাইসে একবার অ্যালেক্সা প্লাস সেটআপ করলেই ব্যবহারকারীর অন্যান্য উপযোগী ডিভাইসেও এটি আপডেট হবে। অ্যামাজনের দাবি, অ্যালেক্সা প্লাস আগের ভার্সনের তুলনায় আরও জটিল কাজ ও স্বাভাবিক কথোপকথনে বেশি দক্ষ।

ডিবিটেক/বিএমটি