মাস্কের এক্স প্ল্যাটফর্মে যুক্ত হলো ৪কে ভিডিও ফিচার

১৮ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
মাস্কের এক্স প্ল্যাটফর্মে যুক্ত হলো ৪কে ভিডিও ফিচার

ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মে এবার থেকে ৪কে মানের ভিডিও আপলোডের সুবিধা চালু করা হয়েছে। ১৬ মে এক্সের (সাবেক টুইটার) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই ফিচারটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে বলা হয়, “এক্সের ভিডিও’তে অবশেষে ৪কে ধরা দিল।” খবর সোশ্যাল মিডিয়া টুডে।

দীর্ঘদিন ধরে ফিচারটি নিয়ে কাজ চললেও নানা জটিলতায় সময়মতো তা চালু করা যায়নি। মাস্কের ‘এভরিথিং অ্যাপ’ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৩ সালেই ৪কে ভিডিও ফিচার চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

শুরুর দিকে নির্দিষ্ট কিছু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হলেও এখন এটি এক্সের সকল প্রিমিয়াম গ্রাহকের জন্য চালু করা হয়েছে। ফলে প্রিমিয়াম ব্যবহারকারীরা এখন উন্নতমানের ভিডিও কনটেন্ট আপলোড করে বেশি দর্শক আকৃষ্ট করতে পারবেন এবং ফলোয়ারও বাড়াতে পারবেন।

এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্টের গুরুত্ব বাড়ছে, এবং তা এখন টিভিতেও বেশি দেখা হচ্ছে। এই ধারাবাহিকতায় শিগগিরই এক্সে লাইভ-স্ট্রিমিং ফিচার চালুর প্রস্তুতি চলছে, যা ব্রডকাস্ট সক্ষমতা আরও বাড়াবে।

ডিবিটেক/বিএমটি