পডকাস্ট নয়, চ্যাটবটই এখন মাইক্রোসফট প্রধানের পছন্দ

১৮ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
পডকাস্ট নয়, চ্যাটবটই এখন মাইক্রোসফট প্রধানের পছন্দ

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানালেন, তিনি এখন আর পডকাস্ট শোনেন না—বরং পডকাস্টের ট্রান্সক্রিপ্ট কোপাইলটে আপলোড করে স্বয়ংক্রিয় আলোচনায় অংশ নেন। খবর টেকক্রাঞ্চ।

ব্লুমবার্গে প্রকাশিত এক প্রোফাইলে নাদেলার এই অভ্যাস উঠে এসেছে, যেখানে মূল আলোচনায় ছিল মাইক্রোসফটের এআই কৌশল ও ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্ক। নাদেলা জানান, অফিসে যাওয়ার পথে কোপাইলটের সঙ্গে আলোচনার মাধ্যমেই তিনি বিষয়বস্তু বুঝে নেন।

নাদেলা আরও জানান, তিনি কোপাইলট স্টুডিওতে তৈরি অন্তত ১০টি কাস্টম এজেন্ট ব্যবহার করেন, যা ইমেইল সারাংশ তৈরি, মিটিং প্রস্তুতি ও বিভিন্ন অফিসিয়াল কাজ সামলায়।

এআই ইতিমধ্যে মাইক্রোসফটে বড় পরিবর্তন এনেছে। সম্প্রতি ছাঁটাইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রোগ্রামাররা। কারণ, নাদেলার ভাষায়, এখন মাইক্রোসফটের ৩০ শতাংশ কোডই লিখছে এআই।

ডিবিটেক/বিএমটি