ঈদের ছুটিতে ইউটিউবে শীর্ষে ‘তোমাদের গল্প’

৭ এপ্রিল, ২০২৫  
৭ এপ্রিল, ২০২৫  
ঈদের ছুটিতে ইউটিউবে শীর্ষে ‘তোমাদের গল্প’

শনিবার শেষ হয়েছে ঈদ উল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি। এই ছুটিতে ঈদ উদযাপনের পাশাপাশি অনেকেই গিয়েছেন পর্যটন শহর কক্সবাজার, বান্দরবন, কুয়াকাটা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে। শিশু পার্ক বন্ধ থাকলেও ঢাকায় অবস্থানকারীরা ভিড় জমিয়েছেন চিড়িয়াখানায়। ঘরে বসে টিভি দেখা কিংবা সিনেমা হলে গিয়ে মুভি দেখার চেয়ে অধিকাংশকেই দেখা গেছে ঈদের বিনোদনের জন্য বুঁদ হয়েছেন ইউটিউব কিংবা বিভিন্ন ওটিটি প্লাটফর্মে।

এবারের ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক নাটক মুক্তি পেয়েছে। ঈদের ছুটিতে ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা দশে একটি ইউটিউব ফিল্ম, একটি ম্যাগাজিন অনুষ্ঠানসহ দুটি নাটক জায়গা পেয়েছে। অপরদিকে ইউটিউবে মুক্তি দেয়া মুভির মধ্যে সাকিব খান অভিনীত দাগী রয়েছে শীর্ষে। চরকিতে মুক্তি পাওয়া শিহাব শাহিন পরিচালিত এসভিএফ আলাফা আই এর এই মুভিটি ৯ দিনে দেখা হয়েছে ১০ লাখের বেশি। 

অপরদিকে ট্রেন্ডিং নাও এ হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতিবারের মতো এবারও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।  ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হলেও ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে এটি ঈদের ছুটিতে ভিউ ছাড়িয়েছে ৭০ লাখ ৬০ হাজার। ট্রেন্ডিংয়ে দ্বিতীয়। 

আর ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় এবং নাটকে প্রথম অবস্থানে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’। ট্রেন্ডিংয়ে সপ্তম মহিউদ্দিন মহিমের হৃদয়ের এক কোনে। অষ্টম হাসিব হোসাইন পরিচালিত ‘মন দিওয়ানা’। দশম অবস্থানে জাকারিয়া শৌখিনের ‘মেঘবালিকা’। 

সিএমভি’র ব্যানারে মুক্তিপ্রাপ্ত নাটকের ট্রেন্ডিংয়ে তৃতীয় মন দিওয়ানায় জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। অন্যদিকে, প্রথম অবস্থানে থাকা তোমাদের গল্পতেও রয়েছেন এই অভিনেত্রী। তার সঙ্গে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় এসেছে তোমাদের গল্প। প্রথম সপ্তাহে এটি দেখা হয়েছে ৭২ লাখ বারের বেশি। নাটকটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার ঘটনা নিয়েই এর গল্প। ছেলেটির নাম রাতুল। তার চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। তুলি চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

দ্বিতীয় হৃদয়ের এক কোনে নাটকটির কাহিনী এগিয়েছে প্রেম ও বন্ধুত্বের গল্পে। ইউটিউবে মুক্তির দুই দিনে দেখা হয়েছে ৩৬ লাখের বেশি। তৃতীয় মনদিওয়ানা পাঁচদিনে দেখা হয়েছে  ৬৩ লাখের বেশি। 

এছাড়াও এছাড়াও ট্রেন্ডিংয়ে আছে  মহিন খানের পরিচালনায় নাটক ‘একান্ন বর্তী’ ও ‘টেলিফোনে বিয়ে’। নাটকটি মুক্তি পেয়েছে নিলয় আলম ফিল্মস- নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। শনিবার রাত ১৩ পর্যন্ত এর ইউটিউব ভিউ ১ লাখ ছাড়িয়েছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।