ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে বিশ্বজুড়ে ১৩ শতাধিক বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও ইলন মাস্কের বিরুদ্ধে বিশ্বব্যাপী একযোগে ১,৩০০টিরও বেশি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। “হ্যান্ডস অফ” নামে এই আন্দোলনের আয়োজক ছিল ১৫০টিরও বেশি সংগঠন, যার মধ্যে রয়েছে নাগরিক অধিকার গ্রুপ, শ্রমিক ইউনিয়ন ও এলজিবিটিকিউ+ অধিকারকর্মীরা। খবর দ্য ভার্জ।
আন্দোলনকারীরা ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে “অবৈধ, ধনী শ্রেণির ক্ষমতা দখল” চেষ্টার অভিযোগ এনেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে “টেসলা টেইকডাউন” শিরোনামে মাস্কবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে টেসলা শোরুমগুলো ছিল মূল লক্ষ্য।
টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে মাস্ক সমালোচকদের হুমকি দিয়েছেন। এদিকে, সরকারি সংস্থায় ব্যাপক ছাঁটাই ও নিয়ন্ত্রণহীনতা সৃষ্টির অভিযোগে মাস্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এফবিআই।
ডিবিটেক/বিএমটি