স্যামসাংয়ের প্রথম প্রান্তিকে ২১% মুনাফা হ্রাসের সম্ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রির দুর্বলতা ও চিপ উৎপাদন (ফাউন্ড্রি) খাতে চলমান ক্ষতির কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকসের মুনাফা ২১ শতাংশ হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।
রয়টার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ৫.২ ট্রিলিয়ন ওন (প্রায় ৩.৬২ বিলিয়ন ডলার) হতে পারে, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৬.৬ ট্রিলিয়ন ওন।
স্যামসাং বর্তমানে এনভিডিয়ার মতো বড় গ্রাহকদের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি চিপ সরবরাহে প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্সের চেয়ে পিছিয়ে পড়েছে। চীনা ক্রেতাদের ওপর নির্ভরশীলতা এবং ইউএস রপ্তানি নিষেধাজ্ঞার আশঙ্কায় সেখানেও চাহিদা কমেছে।
বিশ্লেষকরা জানান, ডিআরএএম এবং এনএএনডি ফ্ল্যাশ চিপের দাম উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির লাভ আরও চাপে পড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি স্যামসাংয়ের মোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের উৎপাদন ব্যয় বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি