‘বোহেমিয়ান ঘোড়া’ নিয়ে ওটিটি হইচইয়ে মোশাররফ করিম

ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রে এবার ৮ নারী অভিনেত্রীর বিপরীতে মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। একসঙ্গে অভিনয় করছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টির সঙ্গে। হইচই ওটিটি এর জন্য অমিতাভ রেজা নির্মিত এই ওয়েব সিরিজের ‘বোহেমিয়ান ঘোড়া’ আত্মপ্রকাশের আগেই হৈচৈ ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘুড়ছে একটি ছবি।
সিরিজে নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই সিরিজটির সঙ্গে আমার যুক্ত হওয়া। আমার বিশ্বাস, দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে।”
‘বোহেমিয়া ঘোড়া’-তে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশকিছু চরিত্রে তাকে দেখা গেছে। তবে এই সিরিজে তার চরিত্রটি একদম ভিন্ন, গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাকে। মৌসুমি হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। সাথে আছে ফারহানা হামিদের চরিত্রটি সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। এ ছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন অভিনেত্রী অভিনয় করেছেন এই সিরিজে।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘যারা অভিনয় করেছে তারা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর। আমার বিশ্বাস, দর্শকরা হতাশ হবেন না।’
দিন-ক্ষণ জানা না গেলেও শিগগিরই ওয়েব সিরিজটি মুক্তি পাবে বলে জানাগেছে।