ফোর্বস তালিকায় পাঠাও-সম্ভব
বাংলাদেশের প্রযুক্তি খাতে এক অনন্য অর্জনের সাক্ষী হলো এ বছর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ফোর্বস এশিয়া তাদের ‘১০০ টু ওয়াচ ২০২৫’ তালিকায় বাংলাদেশের দুই উদ্ভাবনী স্টার্টআপ পাঠাও ও সম্ভব কে অন্তর্ভুক্ত করেছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্ভাবনাময় ও দ্রুত বিকাশমান স্টার্টআপগুলোকে নিয়ে এই তালিকা তৈরি করে ফোর্বস। এবারের তালিকায় ১৬টি দেশের প্রতিষ্ঠান জায়গা পেয়েছে, যার মধ্যে বাংলাদেশের পাঠাও ও সম্ভব বিশেষভাবে নজর কেড়েছে।
পাঠাও: রাইড-শেয়ারিং থেকে ফিনটেকে রূপান্তর
২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও এখন আর শুধুমাত্র রাইড-শেয়ারিং কোম্পানি নয়। এটি পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ শহরভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে। ঢাকা থেকে পরিচালিত প্রতিষ্ঠানটি নেপালেও সেবা দিচ্ছে। অ্যাপের মাধ্যমে পাঠাও এখন রাইড-শেয়ারিং, খাবার সরবরাহ, লজিস্টিকস, ই-কমার্স এবং ফিনটেক সেবা দিচ্ছে।
৬০ লাখেরও বেশি অ্যাপ ডাউনলোড, সাত কোটি সফল ট্রিপ ও অর্ডার এবং প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে পাঠাও। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৫ কোটির বেশি ডলার তহবিল সংগ্রহ করেছে, যার মধ্যে ২০২৪ সালে প্রি-সিরিজ বি তহবিল হিসেবে ১ কোটি ২০ লাখ ডলার রয়েছে।
পাঠাওয়ের প্রধান নির্বাহী ফাহিম আহমেদ বলেন, ফোর্বস এশিয়ার ‘১০০ টু ওয়াচ’ তালিকায় জায়গা পাওয়া এবং পাঠাও-এর ১০ বছর পূর্তি এই দুইটি অর্জন আমাদের অগ্রগতির প্রমাণ। আমরা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্ভব: অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের পথিকৃৎ
২০২২ সালের মে মাসে প্রতিষ্ঠিত হওয়া ‘সম্ভব’ প্রযুক্তি ব্যবহার করে ব্লু-কলার ও সিলভার-কলার কর্মীদের জন্য চাকরির সুযোগ সহজ করছে। চাকরিপ্রার্থীদের জন্য এই প্ল্যাটফর্মে রয়েছে ডিজিটাল প্রফেশনাল প্রোফাইল তৈরির সুবিধা, প্রশিক্ষণ কোর্স, সরাসরি নিয়োগদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ।
বিশেষ করে নিম্নআয়ের নারীদের টেকসই কর্মসংস্থানের দিকে এগিয়ে নিতে কাজ করছে স্টার্টআপটি। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ৩ লাখ ডলারের অনুদান এবং ২০২৪ সালে সিঙ্গাপুরের কোকুন ক্যাপিটাল-এর নেতৃত্বে ১০ লাখ ডলারের প্রি-সিড তহবিল সংগ্রহ করেছে।
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিফাদ হোসেন বলেন, ‘সম্ভব’ মানে বাস্তবায়নযোগ্য। আমরা দেখাচ্ছি, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান শুধু সম্ভব নয়, লাভজনকও হতে পারে।







