বাজারে লেনোভো ইয়োগা আই সেভেন

৫ অক্টোবর, ২০২৫ ১২:২৫  
বাজারে লেনোভো ইয়োগা  আই সেভেন

বাজারে এসেছে সপ্তম প্রজন্মের টুইন ওয়ান ল্যাপটপ। লেনোভো’র ইয়োগা সিরিজের এই সেভেন আই (83JQ0054LK)মডেলের পিসি কাম ট্যাব ল্যাপটপটি দেশে বাজারে এনেছে ব্র্যান্ডটির বাংলাদেশী পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

দুই বছরে বিক্রয়োত্তর সেবাসহ ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ইন্টেল লুনার লেক ও কো-পাইলট প্লাস এআই সুবিধা মিলবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠানটি। 

বলা হচ্ছে, ল্যাপটপটিতে ইন্টেল কোর অল্ট্রা ৫-২২৮ভি প্রসেসর থাকায় এটি সর্বোচ্চ ৪০ টপস এআই অ্যাক্সিলারেশন সমর্থন করে। এতে রয়েছে ৩২জিবি ডিডিআর৫ এক্স র‌্যাম, ১টিবি এনভিএমই এসএসডি এবং ইন্টেল আর্ক জিএফএক্স ১৩০ভি গ্রাফিক্স।