কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

২২ অক্টোবর, ২০২৫ ১৬:৩০  
২২ অক্টোবর, ২০২৫ ২০:৩১  
কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

কম খরচে ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের এয়ারলাইন্স ফ্লাইএডিল। ২২ অক্টোবর, বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যদিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল এয়ারলাইন্স সংস্থাটি।

এদিন বাংলাদেশে এয়ারলাইন্সটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় উদ্বোধনী ফ্লাইএডিল এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মোকাররম সিদ্দিক, আরাফাত খান, ইমরান জাহান এবং  অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেক কেটে ফািইলএডিল এর বাংলাদেশের পথচলা উদ্বোধনের পর দেয়া বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, সৌদি আরবে বসবাসরত আমাদের প্রবাসী ভাই-বোন ছাড়াও হজ্জ ও ওমরাহ যাত্রীদের জন্য ফ্লাইএডিল বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করলো। এর মাধ্যমে বাংলাদেশের যাত্রীদের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং আরামদায়ক ভ্রমণে নিশ্চয় তারা একটি প্রতিযোগিতা তৈরি করতে সক্ষম হবে। আমরাও আমাদের অবকাঠামো ও নিয়ম কানুন প্রতিনিয়ত হালনাগাদ করে ব্যবসায় বান্ধব করছি।  

ফ্লাইএডিল সৌদি আরবের লো-কস্ট এয়ারলাইন্স, যা সাউদিয়ার একটি সহকারী প্রতিষ্ঠান এবং মধ্যপ্রাচ্যের দ্রুতবর্ধনশীল এয়ারলাইন্সগুলোর একটি। ফ্লাইএডিল স্বল্পমূল্যের এয়ারলাইন হলেও যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ এবং লাগেজ বহনের সুবিধা থাকবে। নতুন এই ফ্লাইট যুক্ত হওয়ায় ভ্রমণের খরচ কিছুটা কমবে এবং বাংলাদেশ–সৌদি অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা বাড়বে।

প্রাথমিকভাবে সংস্থাটি ঢাকা থেকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে জেদ্দা থেকে এয়ারলাইন্সটির ফ্লাইট এফ৩-৯১১২ স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এছাড়া ফিরতি ফ্লাইট এফ৩-৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১টায়। 

নতুন উড়োজাহাজের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীরা প্রতিযোগিতামূলক ভাড়ায় ভ্রমণ করতে পারবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।