দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক

২০ অক্টোবর, ২০২৫ ১২:৫১  
দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে ছোট দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় টিকটক। প্রতিবেদনে চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরানো হয়েছে। সেই হিসাবে, আপত্তির মুখে বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও সরিয়ে নেয়ার হার ৯৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।

এই হার বলছে, ভিডিও বা কন্টেন্ট পরিশুদ্ধের মিশনে টিকটক বেশ সক্রিয় ভূমিকা পালন করে অতীতের গ্লানি ঘুচতে চাইছে। 

বাংলাদেশ থেকে কন্টেন্ট বা অ্যাকাউন্টগুলি অপসারণ বা সীমিত করতে সরকারের কাছ থেকে ১১১টি অনুরোধে ১৩১৯টি কন্টেন্টের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে টিকটক। এর মধ্যে ১৩৮টি কমিউনিটি গাইড লাইন লঙ্ঘনের, ১০৬২টি স্থানীয় আইন লঙ্ঘন এবং ১১৯টি কার্যকর না হওয়া কন্টেন্ট অপসারণ করা হয়েছে। কমিউনিটি গাইড লাইন ভাঙায় ৫টি এবং স্থানীয় আইন লঙ্ঘনের দায়ে ১০টি অ্যকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।    

বিশ্বজুড়ে এবার টিকটক মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, যাচাই করার পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া, ৯৯.১ শতাংশ ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৪ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। এই প্রান্তিকে টিকটক ৭ কোটি ৬৯ লক্ষ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে। এছাড়া, ১৩ বছরের কম বয়সী ইউজার হিসেবে শনাক্ত করে অতিরিক্ত ২ কোটি ৫৯ লক্ষ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।

সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৩০.৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে যেটি কিনা টিকটকের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে। এছাড়া, নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে ১৪ শতাংশ, এবং গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬.১ শতাংশ ভিডিও সরানো হয়েছে। ৪৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ২৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই‑জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।

টিকটক ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে টিকটকের উদ্যোগগুলো সম্পর্কে এই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট সক্রিয়ভাবে শনাক্তকরণের তথ্য প্রতিবেদনটিতে উঠে আসে।