ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সহজ ও স্মার্ট করতে ডাকসুর উদ্যোগে চালু হলো ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ। চতুর্থ ধাপে ১৯ অক্টোবর, রবিবার অ্যাপটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এসময় সরাসরি শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এসএম ফরহাদ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ জাকারিয়া প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, ওয়েবসাইট থেকে খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। ব্যবহারকালে কোনো কমপ্লিকেশন দেখা দিলে তাদেরকে জানানোর অনুরোধ করেন। সার্বিক প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে গুছিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। এখনো কিছু টেকনিক্যাল ইস্যু সমাধানের কাজ চলছে। উদাহরণস্বরূপ, বাসে স্থায়ীভাবে ট্র্যাকার বসালে সমাধান হচ্ছে না কারণ ট্রিপ চলাকালীন সময় ছাড়া শিক্ষার্থীদের জন্য বাসের অবস্থান জানা প্রয়োজন হয় না। এ কারণেই উবারের মতো ড্রাইভার-অ্যাপ মডেলে সিস্টেমটি তৈরি করা হয়েছে। তবে কিছু চালকের কাছে স্মার্টফোন না থাকায় সংশ্লিষ্ট বাসগুলোকে অ্যাপের আওতায় আনতে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা চলছে।
এ নিয়ে ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তীতে অ্যাপটি প্লে-স্টোরেও পাওয়া যাবে। কোনো ত্রুটি অথবা জটিলতা দেখা গেলে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি। অ্যাপটিতে ড্রাইভারদের জন্য আলাদা অ্যাকাউন্ট ও স্টুডেন্টদের জন্য আলাদা অ্যাকাউন্ট রয়েছে। বাসটি কোন স্টপেজে আছে, আপনি যেই স্টপেজে আছেন সেখানে আসতে কত সময় লাগতে পারে-এ সকল তথ্য অ্যাপটির মাধ্যমে জানা যাবে।
ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সকল সমস্যা সমাধান করে শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য এবং ইউজার ফ্রেন্ডলি সার্ভিস নিশ্চিত করতে।
এর আগে অ্যাপটি চালু করতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাসরুটের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক। সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস ও এজিএস উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে বাস কমিটির সদস্যরা অ্যাপটির প্রাথমিক ট্রায়াল পরিচালনা করেন। দ্বিতীয় ধাপে সীমিত সংখ্যক শিক্ষার্থী ট্রায়ালে অংশ নেন। তৃতীয় ধাপে বাস চালকদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও সরাসরি ট্রায়াল পরিচালনা করা হয়, যাতে তারা অ্যাপ ব্যবহারে দক্ষ হয়ে ওঠেন।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়েবসাইটে অ্যাপটি উন্মোচন করা হয়। তবে প্রাথমিকভাবে শুধু ওয়েবসাইট থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে, পরবর্তীতে প্লে-স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থানসহ আরও নানান তথ্য জানতে পারছেন।