২৭ অক্টোবর ঢাকায় ইকোনমিক রিফর্ম সামিট

২৫ অক্টোবর, ২০২৫ ১৮:২৬  
২৭ অক্টোবর ঢাকায়  ইকোনমিক রিফর্ম সামিট

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। তবে বর্তমান পরিস্তিতিতে দেশের প্রবৃদ্ধি সত্ত্বেও বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতা, মূল্যস্ফীতি ও নীতিগত অস্থিরতা অর্থনীতিকে চাপে ফেলছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থান, রফতানি বৈচিত্র্য ও বিদ্যুৎ-বন্দর অবকাঠামো উন্নয়ন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা গ্র্যাজ্যুয়েশনের কারণে রফতানিতে শুল্ক সুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। 

এমন পরিস্থি থেকে উত্তরণের পথ খুঁজতে  জাতীয় সংলাপ করছে ভয়েস ফর রিফর্ম, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক, ইনোভিশন কনসাল্টিং, সিটিজেন কোয়ালিশন ও ফিনটেক সোসাইটি। রাজধানীর লেকশোর হোটেলে ২৭-২৮ অক্টোবর দুই দিন ধরে অনুষ্ঠিত হবে এই ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫।  সম্মেলনে বিনিয়োগ বাধা, কর্মসংস্থান, কৃষি উৎপাদন, অবকাঠামো উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা ও বৈষম্য কমানোর ইস্যু নিয়ে আলোচনা করবেন খাত সংশ্লিষ্টরা। আলোচনা সূচিতি রয়েছে, বিনিয়োগ বাধা, অবকাঠামো ঘাটতি, রফতানির বৈচিত্র্য, যুব কর্মসংস্থান ও অভিবাসন, কৃষি উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (SME) এবং দারিদ্র্য ও বৈষম্য। 

উদ্বাধনী দিনে বিনিয়োগের পথে বাধা দূর করতে আবশ্যকীয় সংস্কারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট আসিফ খান। আলোচক হিসিবে উপস্থিত থাকবেন বিল্ড চেয়ারপার্সন আবুল কাশেম খান,পলিসি এক্সচেঞ্জ সিইও ড. মাসরুর রেজা, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মাহাদী আমিন, বাংলাদেশ জামায়াত ই ইসলাম ইউএসএ শাখার মুখপাত্র ড. নাকিবুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনীতি বিভাগের সদস্য ড. মঞ্জুর হোসাইন, ইনডিপেন্টে ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি অধ্যাপক মো. তামিম, বিএনপি চেয়ারপার্সনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশেষ উপদেষ্টা ইসরাফিল খসরু, অর্থনীতিবিদ স্নেহাশীষ বড়ুয়া এবং চালডাল সিইও ওয়াসিম আলিম। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন পলিসি এক্সচেঞ্জ সিইও ড. এম মাসরুর রিয়াজ। রফতানি বৈচিত্রকরণ নিয়ে এই সভায় প্যানেল আলোচক হিসেবে থাকছেন একপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ হাসান আরিফ, অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মাঞ্জুর,এস্কেজেন লিমিটেডের সিইও সাদাফ সাজ, তৈরিপোশাক খাতের ব্যবসায়ী শামস মাহমুদ, লেদারিনার এমডি তাসলিমা মিজি, বন্ডস্টেইন সিইও মীর শাহরুখ ইসলাম, বরুণ অ্যাগ্রো’র এমডি জাভেদ ইকবাল, আরএমএস করপোরেশন সি্িও উম্মে নাজিয়া রাশা খান এবং ব্র্যান্ড বাংলাদেশ ইন্টা” এলএলসি’র প্রতিষ্ঠাতা কাওসার চৌধরী। 

বিকেলের অধিবেশন হবে কৃষিতে সুবজ বিপ্লব নিয়ে। এই সেশনে আলোচনায় অংশ নেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, আইফার্মার সিইও ফাহাদ ইফাজ, সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশে বাংলাদেশের নির্বাহী পরিচালক ফারহাদ জামিল, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, শপআপ এর চিফ অব স্টাফ জিয়াউল হক ভূইয়া এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ড. মেহরাব বখতিয়ার। 

সূত্রমতেম সামিটের সমাপনীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আয়োজকরা বলছেন, এ সম্মেলনের লক্ষ্য অর্থনৈতিক সংস্কারকে রাজনৈতিক এজেন্ডায় তুলে আনা এবং পরবর্তী সরকারের নীতিতে যুক্ত করা। 

বাংলাদেশের জিডিপি প্রায় ৪৫০ বিলিয়ন ডলার হলেও বিগত অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র ১.৭১ বিলিয়ন ডলার।  এখনও মোট রফতানির ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক খাতে। এক্ষেত্রে প্রতিযোগী ভিয়েতনাম ও ইথিওপিয়া দ্রুত এগোচ্ছে। এমন পরিস্থিতে  অবকাঠামো ঘাটতি, জ্বালানি সরবরাহ, কৃষিতে জলবায়ু ঝুঁকি, এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নীতিগত বাধা নিয়ে সুপারিশ করা হবে সম্মেলন থেকে। বিকল্প রফতানি খাত হিসেবে প্রযুক্তি সেবা খাতকে প্রাধান্য দেয়া হবে কৃষি, খাদ্য ও অর্থনীতির বিকল্প উজ্জীবনী খাত হিসেবে। 

আয়োজকরা জানান, সামিট শেষে একটি বাস্তবভিত্তিক সংস্কার প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরা হবে, যাতে তারা ২০২৬ নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করতে পারে।