স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সলিউশন পাওয়া যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারে

বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার নিযুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম টেক এবং লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার। এর ফলে, গ্রাহকরা স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সলিউশন সরাসরি এর সব আউটলেট এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.gadgetandgear.com থেকে কিনতে পারবেন।
গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্টারলিংক মিনি কিটের দাম পড়বে ২৬ হাজার ৫০০ টাকা। আর স্ট্যান্ডার্ড কিটের দাম ৪৯ হাজার ৫০০ টাকা। এছাড়াও হাই-পারফরমেন্স কিটের দাম ১ লাখ ৮৫ হাজার টাকা।
এ বিষয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং মো. ইরফানুল হক খান বলেন, গ্যাজেট অ্যান্ড গিয়ারের লক্ষ্য হলো গ্রাহকদের বিশ্বমানের প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া। স্টারলিংকের অফিশিয়াল রিসেলার হিসেবে আমরা এখন বাংলাদেশের সব অঞ্চলে ইন্টারনেট ঘাটতি কমিয়ে দেশের মানুষ ও প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে ভূমিকা রাখতে পারব।