ই-ক্যাব নির্বাচন বোর্ড পুণর্গঠন, আদালতের রায়ে নতুন তারিখ

৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৯  
৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২০  
ই-ক্যাব নির্বাচন বোর্ড পুণর্গঠন, আদালতের রায়ে নতুন তারিখ

উচ্চ আদালতের রায়ে পুণর্গঠিত হলো অনলাইন বাণিজ্য উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পাদনে গঠিত বোর্ড। পুণর্গঠিত বোর্ডে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব মোতাকাব্বীর আহমেদ। আর বাকি দুই সদস্য হিসেবে বোর্ডে অন্তর্ভূক্ত হয়েছেন ডব্লিউটিও শাখার উপ-সচিব মোঃ রেজাউল করিম এবং প্রশাসন শাখার উপসচিব আব্দুল মালেক। 

এছাড়াও এবারে নির্বাচন আপিল বোর্ডে রয়েছেন যুগ্মসচিব মুর্শেদা জামান (চেয়ারম্যান) এবং সদস্য হিসেবে উপ-সচিব শরীফ মোস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারি সচিব মোঃ মেহেদী হাসান। 

তবে বোর্ড চেয়ারম্যান দেশের বাইরে থাকায় নতুন নির্বাচন বোর্ড এখনো দায়িত্ব গ্রহণ করেনি বলে জানাগেছে। সূত্রমতে, আগামী ৫ সেপ্টেম্বর তিনি দেশে আসবেন। এরপর বোর্ড বসে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে পারেন। 

তবে তার আগে আদালতের স্থগিতাদেশ উঠতে হবে বলে জানিয়েছেন ই-ক্যাব প্রশাসক মুহাম্মদ সাঈদ আলী। তিনি ডিজিবাংলাটেকডটনিউজ-কে বলেন, গত সোমবার আদালতে এ বিষয়ে শুনানির কথা ছিলো। তবে সেদিন না হওয়ায় তালিকা থেকে শুনানির তারিখ পিছিয়ে গেছে। ফলে কোর্ট খোলার পর নতুন তারিখ জানা যাবে। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম নির্ভর করবে। 

এদিকে আগামী ১০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মেয়াদপূর্তী করতে যাচ্ছে ই-ক্যাব প্রশাসক। এর পরে তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন তাও কোর্টের নির্দেশনায় নির্ধারিত হবে। কেননা, বর্ধিত সময়ের বিষয়টি আইনে সুস্পষ্ট করা নেই।  

প্রসঙ্গত, গত ২৬ জুলাই অনুষ্ঠিত হাওয়ার কথা ছিলো ই-ক্যাব নির্বাচন। তবে আনোয়ার সাদাত নামে এক ভোটার নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই ভোট গ্রহণ স্থগিত করেন উচ্চ আদালত।

রিটে উল্লেখ করা হয়, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের পরিবর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করেছেন, যা বিধিসম্মত নয়। ফলে আদালত উভয় বোর্ড গঠনকেও স্থগিত ঘোষণা করেন।

গত ২০ জুলাই ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান, উপ-সচিব তরফদার সোহেল রহমানকে অব্যাহতি চাওয়ায় এবং বোর্ডের ২ জন সদস্যের মধ্যে উপসচিব ড. শাহাদাৎ হোসেনের বদলী জনিত কারণে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৮ (২) এর খ ধারার ক্ষমতাবলে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড পুণর্গঠন করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কর্মার্স সেল। 

এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে ই-ক্যাব প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি নির্বাচনের তফিসিল ঘোষণা করেন প্রশাসক। কিন্তু তফসিল ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ৩৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে 'টিম ইউনাইটেড' ও 'টিম টাইগার' নামের দুটি প্যানেলে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।