প্রথম ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন’ সম্মাননা জিতলেন যারা

“উদ্ভাবনকে স্বীকৃতি, রূপান্তরকে অনুপ্রেরণা” প্রতিপাদ্যে ১৮ অক্টোবর, শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিকে অবস্থিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে প্রথম ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’ বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজ টোকেন। সন্ধ্যায় চ্যাম্পিয়নদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ৯টি উদ্যোগ। এরমধ্যে শিক্ষার্থী ক্যাটাগরিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) দলের উদ্ভাবন র্যাডসেফ; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্ভাবন বৃত্ত ডট এক্সওয়াইজেড; আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কেয়ার হুইলচেয়ার এবং রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবন সেফ স্টেপ-কে চ্যাম্পিয়ন সম্মানা দেয়া হয়।
আর ব্যক্তিগত উদ্যোগ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে সেবার জানালা– ইমপ্যাক্টফিউজ কোয়ালিশন।
এছাড়াও প্রতিষ্ঠান শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে টানেলার্স এর জন্য ফাস্ট অ্যান্ডভান্সড অব বাংলাদেশ (এমটিবিএম) বোর্ড; ই-রিটার্ন সিস্টেম এর জন্য সিনেসিস আইটি পিএলসি’; কমপ্লিফাই এর জন্য রাইজআপ ল্যাবসএবং রোবোলাইফ বায়োনিক আর্ম প্রতিষ্ঠাতা রোবোলাইফ টেকনোলজিস।
আয়োজকরা জানান, সারাদেশ থেকে ২৫৫টি আইডিয়া প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্য থেকে ৯০টি আইডিয়া প্রাথমিকভাবে বাছাই করা হয়। পরবর্তীতে ৯ অক্টোবর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও ১১ অক্টোবর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পর্ব শেষে ৩২টি আইডিয়াকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। চ্যাম্পিয়ন ছাড়া বাকিদের উইনার ও মেরিট ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
উইনার
শিক্ষার্থী শ্রেণি : ব্র্যাকইউ মঙ্গলতরী– ব্র্যাক ইউনিভার্সিটি; ড্রেইনসেন্স– ঢাকা গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট; হাইব্রিড ফ্রড শিল্ড– আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি); অজগর– ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ); সহপাঠী এআই- জিএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস।
প্রতিষ্ঠান শ্রেণি : ডিএলআরএমএস সফটওয়্যার– সফটবিডি লিমিটেড; মোবিম্যানেজার– ইনোভেক্স আইডিয়া সলিউশন লিমিটেড; ন্যায্যমূল্য (ফেয়ার প্রাইজ)– আইএক্সোরা সলিউশন লিমিটেড।
ব্যক্তি/দল শ্রেণি : প্রজেক্ট পানি ও কিউআরএআরজি আই মোশন ট্র্যাকার।
মেরিট
শিক্ষার্থী শ্রেণি : দোকান– ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স; সোলারশিল্ড – জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সস; গ্লুসনিক–ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্লিংকটক–জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সস; বার্তাপ্রহরী– এআইইউবি; স্টাইলঅন–ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রতিষ্ঠান শ্রেণি : জেনওএস অটোমোটিভ অপারেটিং সিস্টেম–জাদুপিসি; ন্যাশনাল জব পোর্টাল– সিনেসিস আইটি পিএলসি; পেপ্রোটেক্ট–ইনোভেক্স আইডিয়া সলিউশন লিমিটেড।
ব্যক্তি/দল শ্রেণি : অ্যাম্মাউ, অ্যাঙ্কর আই ও ই-ভো।
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল এনসিসি ব্যাংক পিএলসি; গোল্ড স্পনসর– মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি); সিলভার স্পন্সর- সিটি ব্যাংক পিএলসি; নলেজ পার্টনার– আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। প্রযুক্তিগত সহায়তা দিয়েছে রেড ডেটা (প্রা.) লি.; গিফট স্পনসর– সুপার স্টার গ্রুপ, শেয়ারট্রিপ ও দারাজ; ডিজিটাল ক্যাম্পেইন পার্টনার ছিলো স্মার্ট ট্রেন্ড ডিজিটাল এবং স্ট্র্যাটেজিক পার্টনার- জেসিআই বাংলাদেশ।