জনতা ব্যাংকের ‘টাকা পে কার্ড’ উদ্বোধন কর

পুঁজিবাজারে তালিকাভূক্ত জনতা ব্যাংকে নতুন এনএফসি সুবিধাযুক্ত ‘টাকা পে কার্ড’ উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত তরুণদের উৎসব-২০২৫ ও গ্রাহক সেবা পক্ষের পাশাপাশি ব্যাংকের নতুন এই গ্রাহকসেবা উদ্বোধন করা হয়।
নতুন সেবাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
এসময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল মাধ্যমে ঋণ প্রদান ব্যবস্থার ‘ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন করেন।
ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ মোঃ গোলাম মরতুজা, মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংককর্মীদের প্রতি আহ্বান জানান ঋণ প্রদানের পূর্বে সঠিক গ্রাহক বাছাইয়ের জন্য ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করার গুরুত্ব সম্পর্কে।
চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, “ই-ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে ব্যাংকের ঋণ প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও দ্রুততর হবে।”
এছাড়াও, এমডি মোঃ মজিবর রহমান বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় জনতা ব্যাংক পিএলসিকে আরও শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেন।