ইফতার মাহফিলে বিআইজেএফ স্বজনদের মাগফেরাত কামনা

দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত লেকশোর হাইটস্-এ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার আয়োজনে বিআইজেএফ-এর নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি যোগ দেন দেশের আইসিটি পরিষেবায় নিয়োজিত ইন্ডাস্ট্রি নেতারাও।
ইফতার আয়োজনে বিআইজেএফ-এর প্রয়াত সদস্য মরহুম মাসুম, সদস্যের প্রয়াত স্বজনদের মধ্যে সারাবাংলার সিনিয়র রিপোর্টার এমদাদুল হক তুহিন এর বাবা তাইজ উদ্দিন, ডিজিবাংলা টেক ডট নিউজ নির্বাহী সম্পাদক সহধর্মিনী সিনথিয়া ফারহিন রিশা, দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহ সম্পাদক হাসান জাকিরের স্ত্রী মমতাজ বেগম মমো'র মাগফেরাত ও অসুস্থ সদস্যদের সুস্থ কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার শেষে তথ্য ও টেলিকম ইন্ডাস্ট্রির সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন অতিথিরা।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হেড অব করপোরেট কমিউনিকেশনস গাজী তৌহিদ আহমেদ, আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন, পরিচালক লিটন বিশ্বাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) পরিচালক সায়মা শওকত, এডিএন টেলিকম লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদ, রেড ডেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন আহেমেদ, সেলেক্সট্রা লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক নাহিয়ান মাহমুদ, সহজ লিমিটেডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কর্নেল (অব.) আমিনুল হক, গো বাংলা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামান, উল্কাসেমির ব্যবস্থাপক মুজাম্মেল হোসেইন, এরিনাফোন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, রিভ গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রায়হান হোসেন, মোবাইল ফোন ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুর বাসার, অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, ইউমিডিজি ব্রান্ডের সেলস অ্যান্ড অপারেশন হেড মাসুকুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিল পরিচালনা করেন বিআইজেএফ-এর সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। আলোচনা সভা সঞ্চালনা করেন বিআইজেএফ-এর নির্বাহী সদস্য নাজনীন নাহার। সার্বিক দায়িত্বে অংশ নেন বিআইজেএফ-এর সভাপতি হিটলার এ. হালিম, সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য এনামুল করিম।