২৭ ইঞ্চি গিগাবাইট গেমিং মনিটর উন্মোচন

১ অক্টোবর, ২০২৫ ১৭:৩২  
২৭ ইঞ্চি গিগাবাইট গেমিং মনিটর উন্মোচন

নতুন প্রজন্মের গেমিং চাহিদা মেটাতে গেমিং-সাপোর্টেড ফিচারসহ ২৭ ইঞ্চি পর্দার কিউএইচডি  মনিটর উন্মোচন করলো গিগাবাইট। বিশ্ববাজারে উন্মোচন হওয়া  ৪র্থ প্রজন্মের ডব্লিউওএলইডি (WOLED)প্যানেলের এমও২৭কিউ২৮জি মনিটরটিতে ছবি বা ভিডিওর উজ্জ্বলতায় ছাড় না দিয়ে প্রচলিত মনিটরের চেয়ে ২০ শতাংশ কম বিদ্যুত খরচ হবে বলে বলা হচ্ছে। মনিটরটি শিগগিরই বাংলাদেশের বাজারেও আনা হবে বলে জানিয়েছেন গিগাবাইট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।

১ অক্টোবর, বুধবার তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘উন্নত থার্মাল ম্যানেজমেন্ট এবং শক্তিশালী ফিচার সেটের কারণে গিগাবাইট এমও২৭কিউ২৮জি গেমিং মনিটরটি দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। এটি বৈশ্বিক বাজারে উন্মুক্ত হয়েছে। বাংলাদেশে গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর মাধ্যমে শিগগিরিই পাওয়া যাবে।’ 

সদস্য অবমুক্ত হওয়া মনিটরটিতে রয়েছে সর্বোচ্চ ২৮০ হার্জ রিফ্রেশ রেট। এর রেসপন্স টাইম  ০.০৩ মিলিসেকেন্ড। ফোর-সাইড বর্ডারলেস ডিজাইন মনিটরটিকে দিয়েছে ৯৯% স্ক্রিন-টু-বডি রেশিও। মনিটরটির এইচডিআর পিক ব্রাইটনেস ১৫০০ নিটস। এটি ৯৯.৫% ডিসিআই-পি৩ এবং ৮৪% বিটি.২০২০ ওয়াইড কালার গ্যামুট কভারেজ সাপোর্ট করে। এছাড়া ভিইএসএ ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ৫০০ সার্টিফিকেশন রয়েছে।