আগুন ঝুঁকিতে যুক্তরাষ্ট্রে ফোর্ডের অর্ধ লক্ষাধিক গাড়ি প্রত্যাহার

১৬ অক্টোবর, ২০২৫ ১৯:৩৪  
১৭ অক্টোবর, ২০২৫ ০১:৪৩  
আগুন ঝুঁকিতে যুক্তরাষ্ট্রে ফোর্ডের অর্ধ লক্ষাধিক গাড়ি প্রত্যাহার

আগুন লাগার সম্ভাবনা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে ফোর্ড মোটর কোম্পানি তাদের প্রায় ৫৯ হাজার ৬টি গাড়ি বাজার থেকে প্রত্যাহার করছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

সংস্থাটির মতে, নির্দিষ্ট কিছু মডেলের গাড়িতে থাকা ইঞ্জিন ব্লক হিটার ফেটে যেতে পারে এবং সেখান থেকে কুল্যান্ট লিক হয়ে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার ঝুঁকি তৈরি করছে।

প্রত্যাহারের আওতায় পড়েছে লিংকন এমকেসি, এক্সপ্লোরার, ফিউশন, ব্রঙ্কো স্পোর্ট এবং ম্যাভেরিক মডেলের কিছু গাড়ি।

তবে ফোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত এই সমস্যার কারণে কোনো দুর্ঘটনা বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থাটি সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে এনএইচটিএসএ জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি