ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি টোকেন লেনদেন শুরু

১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩০  
১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৭  
ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি টোকেন লেনদেন শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগ ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’-এর টোকেন $WLFI সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, বিনিয়োগকারীদের ভোটের পর জুলাই মাসে টোকেনগুলোকে লেনদেনযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। খবর রয়টার্স।

বাইনান্স, ওকেএক্স এবং বাইবিটসহ বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো সোমবার থেকে টোকেনটির লেনদেন চালু করেছে। কোইনগেকোর তথ্যমতে, প্রথম দিনেই টোকেনটির মূল্য দাঁড়িয়েছে ০.৩১১৫ ডলার।

ওয়ার্ল্ড লিবার্টি চালু হওয়ার পর থেকে ট্রাম্প পরিবার প্রায় ৫০ কোটি ডলার আয় করেছে বলে রয়টার্সের হিসাব। 

সমালোচকরা অভিযোগ করেছেন, ট্রাম্প পরিবার ডিজিটাল মুদ্রার নিয়মনীতি প্রণয়নের পাশাপাশি এতে বিনিয়োগ করায় স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। 

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের সম্পদ তার সন্তানদের তত্ত্বাবধানে ট্রাস্টে রয়েছে এবং কোনো স্বার্থের সংঘাত নেই।

ডিবিটেক/বিএমটি