বিডিজবস ‘রংপুর চাকরি মেলা’য় ছিলো না তিল ধারনের ঠাঁই

বিভাগীয় শহর রংপুরে চকারি মেলা করলো চাকরিদাতা ও প্রার্থীদের অনলাইন ঠিাকানা বিডিজবস আয়োজিত চাকরি মেলা। ২৪ জুলাই, বৃহস্পতিবার সকাল থেকেই রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে দলে দলে মেলায় আসতে শুরু করে জেলোর বিভিন্ন প্রান্তের মানুষ। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলা মেলায় ১০ হাজারের বেশি চাকরি প্রার্থী ভীড় করে মেলায়। অনলাইনে মেলায় চাকরি পেতে নিবন্ধন করেন ৩৫ হাজার প্রার্থী।
বিডিজবস এর এই চাকরি মেলায় অংশ নেয় ৭৫টি চাকরিদাতা কোম্পানি। এর মধ্যে স্থানীয় কোম্পানি ছিলো প্রায় অর্ধশত। প্রচণ্ড গরম উপেক্ষা করেই মেলায় স্থাপিত বুথে গিয়ে চাকরিদাতাদের সঙ্গে তাদের প্রয়োজনীয় পদ ও যোগ্যতা যেনে সিভি জমা দেন প্রার্থীরা। বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর অংশগ্রহণে তিল ধারনের জায়গা ছিলো না মেলা প্রাঙ্গনে। ফলে অনেককেই দেখা যায় মেলার বিভিন্ন এক্সব্যানারে থাকা কিউআর কোড স্ক্যান করে বিডিজবস এর পোর্টালে ঢুকে সিভি জমা দিতে।
চাকরি প্রার্থীদের নানা প্রশ্নের জবাব দেন বিডিজবস প্রধান নির্বাহী ফাহিম মাশরুর ও হেড অব মার্কেটিং প্রকাশ চৌধুরি।
মেলা নিয়ে বিডিজবস প্রধান নির্বাহী রংপুরে এটি আমাদের প্রথম চাকরি মেলা। মেলা হয়তো সফল ভাবে শেষ হবে। কিন্তু মনটা খারাপ হয় যখন ভাবি যে বেকারত্ব কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ঢাকা শহরের থেকেও ঢাকার বাহিরে (বিশেষ করে উত্তরবঙ্গে) তরুণদের মধ্যে বেকার সমস্যা প্রকট। এরকম চাকরি মেলা করে আমরা আর কয়জনকে চাকরির ব্যবস্থা করতে পারবো? এই সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রকে আরো অনেক এগিয়ে আসতে হবে। সরকারি চাকরি দিয়ে লাখ লাখ লোকের বেকারত্ব সমস্যার সমাধান করা যাবে না। বেসরকারি খাতে এদের সুযোগ তৈরি করতে হবে। স্ব-কর্মসংস্থান সুযোগ তৈরি করতে হবে। দেশের বাহিরে শিক্ষিত তরুণদের পাঠানোর ব্যবস্থা করতে হবে তাদেরকে বিশেষ লোনের ব্যবস্থা করে।
এর আগে কেবল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে এই মেলা হলেও রংপুরের পাশাপাশি চলতি মাসেই বরিশাল ও কুমিল্লায় মেলা করার পরিকল্পনার কথা তুলে ধরেন বিডিজবস প্রধান নির্বাহী।