মহাখালীতে দিনব্যাপি সাইবার সিম্পোজিয়াম করছে বিডিসাফ

২৫ অক্টোবর, ২০২৫ ১১:৩৬  
মহাখালীতে দিনব্যাপি সাইবার সিম্পোজিয়াম করছে বিডিসাফ

শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের উপস্থিতিতে রাজধানী ঢাকার মহাখালীর এডভান্সড নুরানি টাওয়ারে বসেছে দিনব্যাপী তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিষয়ক দিনব্যাপি সম্মেলন “সাইবার সিকিউরিটি সিম্পোজিয়াম ২০২৫”। ২৫ অক্টোবর, শনিবার সকাল থেকে  ১২তলায় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “ব্রেইন স্টেশন ২৩ (Brain Station 23)” এর অফিসে শুরু হয় দেশের তথ্যপ্রযুক্তিবিদদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরামের (বিডিসাফ) এই তৃতীয় সম্মেলন।

"Resilience through People, Technology & Trust" বা “মানুষ, প্রযুক্তি ও বিশ্বাসে গড়ে উঠুক সাইবার স্থিতিশীলতা” শীর্ষক এই সিম্পোজিয়ামে রয়েছৈ দশটি টেকনিক্যাল সেশন, একটি প্যানেল ডিসকাশনসহ একধিক প্রযুক্তি বিশেষজ্ঞদের বক্তব্য। 

সিম্পোজিয়ামে আলোচনায় উঠে আসছে তথ্য প্রযুক্তির নিরাপত্তা এবং সাইবার সচেতনতার পাশাপাশি নিজস্ব প্রকৌশলীদের উদ্যোগে একটি ডিজিটাল সার্বমোৗত্ব প্রতিষ্ঠার কৌশল। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিম্পোজিয়ামের সমাপনী করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। 

এর আগে সকালে বিডিসাফ প্রেসিডেন্ট মোঃ জোবায়ের আল মাহমুদের সভাপতিত্বে সিকিউরিটি অপারেশন সেন্টার  এর আধুনিকায়নের খুঁটিনাটি এবং এবং থ্রেট হান্টিং বিষয়ে বিশদ আলোচনা করেন তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ এস এম রুবায়েত ইসলাম। অপর একটি টেকনিক্যাল সেশনে প্রযুক্তি প্রতিষ্ঠান টেক নোভেল্টি লিমিটেড এর এ কে এম নুরুল আলাম আলোচনা করেন তথ্যপ্রযুক্তি  কাঠামো এর নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা এবং পরিচালনা নিয়ে। এছাড়াও  মুঠোফোন প্রতিষ্ঠান ররি আজিয়েটার জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক সামিনুল ইসলাম তরফদার আলোকপাত করেন ক্লাউড অবকাঠামোর অংশীদারি ব্যবহার এবং নিরাপত্তা সীমানা নির্মাণ ও পরিচালনা বিষয়ে।


বিকেলে “AI vs Fraud: Redefining Cyber Defense in Bangladesh’s Data Protection Era” বা “কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতারণার দ্বন্দ্ব: তথ্য সুরক্ষার যুগে বাংলাদেশের সাইবার প্রতিরক্ষা পুনর্নির্মাণ” বিষয়ক প্যানেল আলোচনায় করবেন এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার–এট-হোম এর উপ-মহাব্যবস্থাপক ও প্রধান তথ্য কর্মকর্তা সুমন আহমেদ সাবির, বরেণ্য তথ্য প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তা শায়েরুল হক জোয়ার্দার নীল, মুঠোফোন অপারেটর রবি-এর সহযোগী পরিচালক সঞ্জয় চক্রবর্তী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাবিল আহমেদ খান। প্যানেল ডিসকাশন পরিচালনা করবেন  বিডিসাফ-এর সাধারণ সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম। 

দিনব্যাপী টেকনিক্যাল সেশনগুলোতে পরিচালনা করছেন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, ব্যাংক, সফটওয়্যার নির্মাতাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রযুক্তি বিশেষজ্ঞরা।

টেকনিক্যাল সেশন নিচ্ছেন ইস্টার্ন ব্যাংকে পিএলসি-এর তথ্য নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ আবুল কালাম আজাদ, ইন্টারনেট সেবা প্রতিস্থান লিংক-থ্রি প্রধান প্রযুক্তি কর্মকর্তা রকিবুল হাসান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের হেড অফ সিকিউরিটি অপারেশন সেন্টার রাসকিন পাল, সফটওয়্যার নির্মাতা প্রতিস্থান ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ পুলিশের এসপি খালেদা বেগম, বাংলা লিংকের আইটি নেটওয়ার্ক ও সিকিউরিটি অপারেশন প্রধান মেজর (অবঃ) এস এম আল মায়মুন এবং ব্রেইন স্টেশন ২৩ এর সলিউশন আর্কিটেক্ট আনোয়ার হোসাইন।

সম্মেলন বিষয়ে বিডিসাফ প্রেসিডেন্ট মোঃ জোবায়ের আল মাহমুদ বলেন, জোবায়ের তথ্য-প্রযুক্তি খাতে সবার সাথে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি আরো বলেন চাহিদার সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তিবিদদের সাইবার নিরাপত্তা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে কাজ চালিয়ে যাবে বিডিসাফ।