কৃচ্ছ্বতা সাধনের আগে দিনভর বর্ণিল সব আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে উদযাপিত হলো বিআইজেএফ ‘ফ্যামিলি ডে-২০২৫’। ফেব্রুয়ারির শেষ দিনের ছুটিতে গাজীপুরের পূবাইল সোশিও-কালচারাল সেন্টারে মিলিত হয়েছিলেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সরকারি তালিকাভুক্ত পেশাজীবী সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) দুই-তৃতীয়াংশের বেশি সদস্য। তাদের আনন্দ উল্লাসে শরিক হন আমন্ত্রিত অতিথিরাও।
ছেলেদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট স্ট্যাম্পে বল নিক্ষেপ, ছোট ও বড় বাচ্চাদের চকলেট কুড়ানো, নারীদের পিলো পাসিং ও ঝুড়িতে বল নিক্ষেপে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন বিজয়ীরা। এছাড়াও বিলে বোট রাইডিং করে পেয়েছেন নদীমাতৃক বাংলাদেশের পুরোনো স্মৃতির স্বাদ। বিকেলে ছিল পিঠার আয়োজন। সান্ধ্য আয়োজনে র্যাফেল ড্র বাড়িয়ে দেয় আনন্দের পারদ। আর সদস্যদের জন্য ব্যাগভর্তি কমন গিফট নিয়ে ফুরফুরে মেজাজে আবার কর্মজীবনের ব্যস্ততায় ফেরেন তারা।
বিআইজেএফ সদস্যদের বার্ষিক পারিবারিক মিলনমেলায় উৎসাহ দিয়েছেন আইসিটি ও বাণিজ্যিক সংগঠনের নেতারা। বাক্বো’র সভাপতি তানভীর ইব্রাহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ, চালডাল ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ, ই-ক্যাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাহাব উদ্দিন শিপন, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, শাওমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন সমন্বয়ক রুমি মেহেদী হাসান, স্মার্ট টেকনোলজিসের এজিএম মো. মাহফুজুর রহমান ও গিগাবাইট বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান মিলনমেলায় অংশ নেন। অতিথিরা জানান, সবুজ ও গ্রাম্য পরিবেশে আইসিটি সাংবাদিক পরিবারের নিয়ে এমন উদ্যোগের আড্ডা-গল্পে ইন্ডাস্ট্রির আন্তঃযোগাযোগ সুদৃঢ় হয়।
বিআইজেএফ সাধারণ সম্পাদক সাব্বিন হাসান আয়োজনের উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন। সমাপনী বক্তব্য দেন সভাপতি হিটলার এ. হালিম। সংগঠনের সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য এনামুল করিম কার্যক্রমে অংশ নেন।
বিআইজেএফ ফ্যামিলি ডে’র পৃষ্ঠপোষকতায় ছিলো ভিভো, শাওমি, অপো, ই-জেনারেশন, স্মার্ট টেকনোলজিস, সিম্ফোনি, গিগাবাইট, টেকনো, ইনফিনিক্স, স্কাইটেক, রিয়েলমি, গ্লোবাল ব্র্যান্ড, স্পেকট্রাম, আইটেল, আইএসপিএবি, বাক্বো, বেসিস, ওপাস কমিউনিকেশন, ইরা ইনফোটেক, অ্যাডফিনিক্স, রেডডেটা, ইউমিডিজি, ফুডপান্ডা, ড্যাফোডিল ইউনিভার্সিটি, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ওয়ালটন ল্যাপটপ, প্রাইডসিস আইটি, স্টারটেক, ব্যাকপেজ পিআর, আয়আল কর্প লিমিটেড, ইউসিসি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি, প্রিয়শপ, ঢাকা রিজেন্সি, বাইনারি লজিক, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, কমসিটি, আস্ক টেলিকম ও চালডাল।