ডিজিটাল সাংবাদিকতায় ডিআরইউ সদস্যদের প্রশিক্ষণ দিলো পিআইবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩৫ জন সদস্যকে দুই দিন ধরে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ দিলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ২১ অক্টোবর, মঙ্গলবার সমাপনীতে প্রশিক্ষণ নেয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে এসময় ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য শাহীন হাসনাত ছাড়াও পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও বাংলাফ্যাক্ট চেক দলের প্রধান ও প্রশিক্ষক সুমাইয়া আখতারসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দিন, কার্য নির্বাহী সদস্য আমিনুল হক ভুইয়া, পিআইবি’র প্রতিবেদক ও প্রশিক্ষণ সমন্বয়ক সিফাত তাসনিম প্রমুখ।
বিকালে পিআইবি সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন পিআইবি’র গবেষণা ও ফ্যাক্টচেকিং কার্যক্রমে অংশগ্রহণে ডিআরিইউ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পিআইবি সাংবাদিকদের মানোন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে এসেছে, এখন কাজের পরিধি আরও বিস্তার লাভ করেছে। সামনে আরও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সাংবাদিকদের প্রয়োজন মোতাবেক পিআইবি সরবরাহ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে সাংবাদিকদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রচলিত বয়ান বা ন্যারেটিভ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করতে হবে। জুলাই আন্দোলনে ঘটনাপ্রবাহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অনেক বড়। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা। এই দুইদিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যতে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সহায়ক হবে।
দুই দিনের প্রশিক্ষণে ডিজিটাল সাংবাদিকতায় প্রধানতম যান্ত্রিক অনুষঙ্গ মোবাইল এর বিভিন্ন সেটিংস, মোবাইল শুটিং, ভিডিও এডিটিং এবং ডিজিটাল সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিং সহ বিভিন্ন নৈতিকতা বিষয়ে আলোকপাত করেন। প্রথম ও দ্বিতীয় দিনের প্রথমার্ধে ক্লাস নেন ইউল্যাব অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মানামী। মোবাইল ভিডিও ফ্রেমিং ও এডিটিং নিয়ে আলোচনা করেন ব্র্যাক এর কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমান।
প্রশিক্ষকেরা, ডিজিটাল সাংবাদিকতার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ড, অপতথ্য, অনৈতিকতা, অজ্ঞতা, অ্যাক্টিভিজমকে পাশ কাটিয়ে কীভাবে সংবাদকে নেটিজেনদের ‘হুক’ করা যায় ভুল, মিথ্যা এবং অপ তথ্য থেকে ইন্টারনেট দুনিয়ায় সাংবাদিকরা নিজ মেধায় কীভাবে আরো বিকশিত হতে পারেন সে বিষয়ে উঠে আসে প্রশিক্ষণের আলোচনায়। ফরম্যাট অনুযায়ী ট্রেন্ড এবং কন্টেন্ট নির্মাণে কোন কোন বিষয়ে আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখা দরকার সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন।







