সোশ্যাল মিডিয়ার অটোপ্লে কীভাবে বন্ধ করবেন?

বর্তমান সময়ে প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই নিউজফিডে স্ক্রল করার সময় ভিডিও ও জিআইএফ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। অনেক সময় এটি বিরক্তিকর হয়ে ওঠে, আবার কারও কারও জন্য এটি বাড়তি মোবাইল ডাটা খরচের কারণ হয়। কেউ কেউ আবার নিয়ন্ত্রণে রাখতে চান যেন আকস্মিকভাবে ভাইরাল কোনো ভিডিও না দেখে ফেলেন। যেকোনো কারণেই হোক, চাইলে আপনি সহজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অটোপ্লে বন্ধ করতে পারেন। নিচে জনপ্রিয় কিছু প্ল্যাটফর্মের নির্দেশনা দেওয়া হলো।
ফেসবুক
ফেসবুকে অটোপ্লে বন্ধ করতে হলে প্রথমে প্রোফাইল ছবির আইকনে ক্লিক করতে হবে। ওয়েব সংস্করণে এটি উপরের ডানদিকে এবং মোবাইল অ্যাপে নিচের নেভিগেশন বারে পাওয়া যাবে। এরপর Settings & Privacy > Preferences > Media এ যান। সেখানে ভিডিও প্লেব্যাক সংক্রান্ত একটি অপশন পাবেন। সেটি “Never” করে দিলেই আর ভিডিও ও স্টোরিজ স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
একনজরে: Settings > Preferences > Media > Video Playback > Never
ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে সরাসরি “অটোপ্লে বন্ধ” করার অপশন নেই। তবে ডাটা খরচ কমানোর মাধ্যমে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার প্রবণতা অনেকটাই কমানো যায়। প্রোফাইলে গিয়ে ডানদিকে তিন দাগওয়ালা মেনুতে ক্লিক করুন। এরপর Settings and activity > Your app and media > Media quality এ যান। এখানে Use less cellular data অপশন চালু করে দিন। এতে করে ওয়াই-ফাই ছাড়া ভিডিও চালু হতে দেরি করবে। এছাড়া, ইনস্টাগ্রামে কোনো পোস্টে নিজে থেকে ক্লিক না করা পর্যন্ত সাউন্ডও বাজবে না।
একনজরে: Profile > Settings and activity > Your app and media > Media quality > Use less cellular data
এক্স (টুইটার)
এক্স-এ (সাবেক টুইটার) অটোপ্লে বন্ধ করতে হলে প্রোফাইল ছবিতে ক্লিক করে মেনু খুলুন। সেখান থেকে Settings and privacy > Accessibility, display, and languages > Data usage এ যান। এখানে Video autoplay অপশন বন্ধ করে দিন। চাইলে আরও একধাপ এগিয়ে Settings and privacy > Display and sound এ গিয়ে Media previews অপশনটিও বন্ধ করতে পারেন। এতে ছবি বা ভিডিওর প্রিভিউও স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে না।
একনজরে: Settings and privacy > Accessibility, display, and languages > Data usage > Video autoplay
অতিরিক্ত: Settings and privacy > Display and sound > Media previews
ব্লুস্কাই
ব্লুস্কাই অ্যাপে উপরের বাঁ দিকের তিন দাগওয়ালা মেনুতে ক্লিক করুন। এরপর Settings এ যান। সেখানে Content and media অপশনের মধ্যে “Autoplay videos and GIFs” অপশন পাবেন। সেটি বন্ধ করলেই কাজ শেষ।
একনজরে: Settings > Content and media > Autoplay videos and GIFs
থ্রেডস
মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে (Threads) এখনো অটোপ্লে বন্ধ করার কোনো অপশন চালু হয়নি। আশা করা হচ্ছে ভবিষ্যতে তারা এ সুবিধা যোগ করবে।
ডিবিটেক/বিএমটি