সোশ্যাল মিডিয়ার অটোপ্লে কীভাবে বন্ধ করবেন?
 
                                বর্তমান সময়ে প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই নিউজফিডে স্ক্রল করার সময় ভিডিও ও জিআইএফ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। অনেক সময় এটি বিরক্তিকর হয়ে ওঠে, আবার কারও কারও জন্য এটি বাড়তি মোবাইল ডাটা খরচের কারণ হয়। কেউ কেউ আবার নিয়ন্ত্রণে রাখতে চান যেন আকস্মিকভাবে ভাইরাল কোনো ভিডিও না দেখে ফেলেন। যেকোনো কারণেই হোক, চাইলে আপনি সহজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অটোপ্লে বন্ধ করতে পারেন। নিচে জনপ্রিয় কিছু প্ল্যাটফর্মের নির্দেশনা দেওয়া হলো।
ফেসবুক
ফেসবুকে অটোপ্লে বন্ধ করতে হলে প্রথমে প্রোফাইল ছবির আইকনে ক্লিক করতে হবে। ওয়েব সংস্করণে এটি উপরের ডানদিকে এবং মোবাইল অ্যাপে নিচের নেভিগেশন বারে পাওয়া যাবে। এরপর Settings & Privacy > Preferences > Media এ যান। সেখানে ভিডিও প্লেব্যাক সংক্রান্ত একটি অপশন পাবেন। সেটি “Never” করে দিলেই আর ভিডিও ও স্টোরিজ স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
একনজরে: Settings > Preferences > Media > Video Playback > Never
ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে সরাসরি “অটোপ্লে বন্ধ” করার অপশন নেই। তবে ডাটা খরচ কমানোর মাধ্যমে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার প্রবণতা অনেকটাই কমানো যায়। প্রোফাইলে গিয়ে ডানদিকে তিন দাগওয়ালা মেনুতে ক্লিক করুন। এরপর Settings and activity > Your app and media > Media quality এ যান। এখানে Use less cellular data অপশন চালু করে দিন। এতে করে ওয়াই-ফাই ছাড়া ভিডিও চালু হতে দেরি করবে। এছাড়া, ইনস্টাগ্রামে কোনো পোস্টে নিজে থেকে ক্লিক না করা পর্যন্ত সাউন্ডও বাজবে না।
একনজরে: Profile > Settings and activity > Your app and media > Media quality > Use less cellular data
এক্স (টুইটার)
এক্স-এ (সাবেক টুইটার) অটোপ্লে বন্ধ করতে হলে প্রোফাইল ছবিতে ক্লিক করে মেনু খুলুন। সেখান থেকে Settings and privacy > Accessibility, display, and languages > Data usage এ যান। এখানে Video autoplay অপশন বন্ধ করে দিন। চাইলে আরও একধাপ এগিয়ে Settings and privacy > Display and sound এ গিয়ে Media previews অপশনটিও বন্ধ করতে পারেন। এতে ছবি বা ভিডিওর প্রিভিউও স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে না।
একনজরে: Settings and privacy > Accessibility, display, and languages > Data usage > Video autoplay
অতিরিক্ত: Settings and privacy > Display and sound > Media previews
ব্লুস্কাই
ব্লুস্কাই অ্যাপে উপরের বাঁ দিকের তিন দাগওয়ালা মেনুতে ক্লিক করুন। এরপর Settings এ যান। সেখানে Content and media অপশনের মধ্যে “Autoplay videos and GIFs” অপশন পাবেন। সেটি বন্ধ করলেই কাজ শেষ।
একনজরে: Settings > Content and media > Autoplay videos and GIFs
থ্রেডস
মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে (Threads) এখনো অটোপ্লে বন্ধ করার কোনো অপশন চালু হয়নি। আশা করা হচ্ছে ভবিষ্যতে তারা এ সুবিধা যোগ করবে।
ডিবিটেক/বিএমটি
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
