ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা যেভাবে
আমাদের অনেকের কাছেই ইন্টারনেট মানেই হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমফেসবুক। আর এখানেই সবচেয়ে বেশি সময় কাটানা নেটিজেনরা। নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজেদের ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও পোস্ট করেন কিংবা একে অপরের সঙ্গে আদান-প্রদান করেন। তাই ফেসবুকের সিকিউরিটি (নিরাপত্তা) বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। তাই হ্যাকার বা অসাধু ব্যক্তিদের হাত থেকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্টে এবং যোগাযোগ নিরাপদ রাখতে গুরুত্ব কয়েকটি কৌশল অবলম্বন করতে হবে।
ফেসবুকের নিরাপত্তা নিশ্চিত করতে সবার আগে এর পাসওয়ার্ডকে শক্তিশালী করতে হবে। সাধারণ পাসওয়ার্ডের পরিবর্তে নূ্ন্যতম ১২ অক্ষরের জটিল ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে নিরাপদ থাকার সম্ভাবনা সমবেচেয়ে বেশি। এক্ষেত্রে বড় হাতের অক্ষর (A-Z), ছোট হাতের অক্ষর (a-z), সংখ্যা (0-9), এবং স্পেশাল চিহ্ন (!@#$%) ব্যবহার করুন। একই পাসওয়ার্ড অন্য অ্যাকাউন্টে ব্যবহার করবেন না। খুবই ভালো হয় যদি পাসওয়ার্ড ব্রাউজারে সেইভ করা না হয়।
এরপর নিরপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে অবশ্যই টু-ফ্যাক্টর অথেনটেকেশন (Two-Factor Authentication) চালু করুন: ফেসবুক সেটিংসে গিয়ে ২-স্টেপ ভেরিফিকেশন অন করুন। এক্ষেত্রে কোড এসএমএস, অথেনটিকেশন অ্যাপ (Authenticator App) অথবা সিকিউরিটি কী ব্যবহার করতে পারেন।
পাশাপাশি কে আপনার পোস্ট দেখতে পারবে তা সীমিত করতে প্রাইভেসি সেটিংস (Privacy Settings) কনফিগার করে পোস্টের ক্ষেত্রে Friends only এবং প্রোফাইলের তথ্য (ইমেইল, ফোন নম্বর, ঠিকানা..) Only Me করুন। ফ্রেন্ড রিকোয়েস্ট ও ট্যাগিং সেটিংস নিয়ন্ত্রণ করুন।







