টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ানে বাংলাদেশ কম্পিউটার সমিতি
কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টানেট অব থিংসের (আইওটি) ওপরর বিশেষ গুরুত্ব দিয়ে ২২ অক্টোবর, বুধবার তাইওয়ানের রাজধানী তাইপের নানগ্যাঙ এক্সিবিশন সেন্টারে বসছে ‘টাইট্রনিক্স অ্যান্ড এআইওটি তাইওয়ান-২০২৫’ এর ৫১তম আসরে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। (বিসিএস)। বিসিএস পরিচালক মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে ২৭ সদস্যের এই দলে বিসিএস সদস্যরা ছাড়াও অংশ নিয়েছেন বেসিস সচিবালয়ের জেনারেল ম্যানেজার মোহাম্মদ তোজাম্মেল উদ্দিন সিকদার ।
তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা) এবং তাইওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (টিইইএমএ) আয়োজনে কয়েকটি দলে বিভক্ত হয়ে সম্মেলনে বিভিন্ন সেমিনারে এবং ম্যাচ মেকিংয়ে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিরা। সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড জানার পাশাপাশি তা বাংলাদেশের মানুষের হাতের নাগালে নিয়ে আসতে বিসিএস প্রতিনিধি দলটি সেখানকার ব্যবসায়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অমিত সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগ খুঁজবেন।
এই দলে রয়েছেন ওয়েব সফট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কাজী ফকরুল লতিফ, টেক হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সাজ্জাদ হোসাইন চৌধুরী, কাজী টেকনোলজির প্রোপাইটর মো. সজিব কাজী, প্রগ্রেসিভ কম্পিউটার অ্যান্ড বিজনেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মো. মাহবুবুর রহমান, মাল্টিজোনের প্রোপাইটর মো. আলতাব মিয়া, ফেমাস ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নুরুল আবছার, মারুবেনি ট্রেড সিন্ডিকেটের প্রোপাইটর মো. কামরুল হাসান, কম্পিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন ২-এর প্রোপাইটর মো. আমিনুল ইসলাম, আবাকাস কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মো. শাহজাহান, আবাকাস কম্পিউটারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, আবাকাস কম্পিউটারের প্রধান উপদেষ্টা, আরমান হোসেন, টেক সলিউশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), অল শরিয়ার, আইডিয়াল কম্পিউটার অ্যান্ড টেকনোলজির প্রোপাইটর সুলতান মাহমুদ, আনিকা আইটির প্রোপাইটর ফজলুর রহমান মানিক, ডিটি ইন্টারন্যাশনালের পরিচালক, আনজির আরাফাত, ডিটি ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. আহামাদ উল্লাহ, ওয়েভ সাইন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, কাজী আরিফ হাসান, এনরিচ নেট প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), মো. আবু আসলাম, এনরিচ নেট প্রাইভেট লিমিটেডের ম্যানেজার, রাহুল দেব সরকার, গুডলাক আইটির প্রোপাইটর তহিদুর রহমান, ফ্যানস টেকনোলজির প্রোপাইটর মো. মামুনুর রহমান, মিজান ট্রেডের প্রোপাইটর আনিসুর রহমান, সেভেন টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা পরিচালক, গণেশ চন্দ্র পাল, সেভেন টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার (পারচেজ), আবদুল হাকিম রাসেল, মায়ের দোয়া কম্পিউটারের জেনারেল ম্যানেজার, শাহ আলম, ইমেজ ইলেকট্রনিক্সের প্রোপাইটর মো. ফজলুল ইসলাম ও গুডলাক আইটির প্রোডাক্ট ম্যানেজার, মো. কবির হোসেন।
তাইওয়ানের সবচেয়ে বড় এই প্রযুক্তি প্রদর্শনীতে ৫জি এবং স্মার্ট অটোমেশন; আইআইওটি ও স্মার্ট মিটিং টেক এবং গ্রিন এনার্জি এবং টেকসই প্রযুক্তি অবকাঠামোর নানা বিষয় তুলে ধরা হবে। প্রদর্শনীতে ডেটাসেন্টার সল্যুশন, ক্লাউড অ্যাপ্লিকেশন, বিগ ব্যাং স্টার্টআপ, অপ্টোইলেকট্রনিক, ডিসপ্লে প্রযুক্তি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অটোমেশন এবং কাস্টমার প্রোডাক্টস অ্যান্ড অটোমেটিভসহ ১২টি জোনে বিশেষায়িত প্রযুক্তি সম্পর্কে অবহিত করা হবে।







