২০২৮ সাল নাগাদ আসছে বেজেলবিহীন ও ফ্লিপ আইফোন!

২৫ অক্টোবর, ২০২৫ ২০:১৫  
২০২৮ সাল নাগাদ আসছে বেজেলবিহীন ও ফ্লিপ আইফোন!

অ্যাপল এখনও ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে প্রবেশ করেনি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, ২০২৬ সালের শেষ নাগাদ সংস্থাটি তাদের প্রথম ভাঁজযোগ্য ফোন ‘আইফোন ফোল্ড’ উন্মোচন করতে পারে। সর্বশেষ গুঞ্জনে বলা হচ্ছে, ২০২৭ ও ২০২৮ সালে কোম্পানি একাধিক নতুন ডিজাইনের আইফোন বাজারে আনবে। খবর জিএসএম এরিনা।

গুঞ্জন অনুযায়ী, আইফোন ফোল্ড হবে বইয়ের মতো ডিজাইনের এবং এতে থাকবে এলটিপিও+ ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে, যার আকার হবে প্রায় আইপ্যাড মিনি–এর সমান। ফোনটিতে কাঁচের মাঝের ফ্রেম ব্যবহার করা হবে যাতে ভাঁজের দাগ কমে আসে।

২০২৭ সালে অ্যাপল আনবে সম্পূর্ণ বেজেলবিহীন আইফোন, যেখানে থাকবে চারদিক বেঁকে যাওয়া ওএলইডি প্যানেল এবং ‘ক্রেটার ডিফিউশন লেয়ার’ প্রযুক্তি, যা উজ্জ্বলতার ভারসাম্য রক্ষা করবে। এতে থাকবে আন্ডার-ডিসপ্লে ফেস আইডি সুবিধাও। এটিই হবে আইফোনের ২০তম বার্ষিক সংস্করণ।

পরের বছর, অর্থাৎ ২০২৮ সালে, অ্যাপল আনতে পারে ‘আইফোন ফ্লিপ’—একটি হালকা, ক্ল্যামশেল ডিজাইনের ভাঁজযোগ্য মডেল, যাতে থাকবে ছোট একটি এক্সটার্নাল ডিসপ্লে, যা নোটিফিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শর্টকাট ও মৌলিক তথ্য প্রদর্শন করবে।

তবে এসব তথ্য এখনও গুজবের পর্যায়ে, তাই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ডিবিটেক/বিএমটি