নিরাপদ সড়কের প্রযুক্তি ভিত্তিক উদ্যোগের সঙ্গে পরিচিত হলো শিক্ষার্থীরা

২০ অক্টোবর, ২০২৫ ২০:১০  
২০ অক্টোবর, ২০২৫ ২৩:৫৭  
নিরাপদ সড়কের প্রযুক্তি ভিত্তিক উদ্যোগের সঙ্গে পরিচিত হলো শিক্ষার্থীরা

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)'র উদ্যোগে নেয়া নিরাপদ সড়কের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ২০ অক্টোবর, রবিবার ডিটিসিএ কার্যালয়ের সভাকক্ষে মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ও ডিটিসিএ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনস্থ সংস্থা/দপ্তরের প্রতিনিধিসহ মোট ৮০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় এই লার্নিং সেশনটি। 

২২  অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে ঢাকার তেজগাঁওস্থ ডিটিসিএ’র কার্যালয়ের সভাকক্ষে “A Comprehensive Approach for Road Safety” শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ডিটিসিএ নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার। সেশনে  “ডিটিসিএ গৃহীত পরিবহন অবঠাকামো নির্মাণ পরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষয়্য উন্নয়ন প্রকল্প পরিকল্পনা”র সচিত্র উপস্থাপনা তুলে ধরেন তিনি।

ডিটিসিএ'র কার্যক্রমের অংশ হিসেবে ২০ বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি), নগর পরিবহন কৌশল, ডিটিসিএ প্রদত্ত ট্রাফিক সার্কুলেশন সার্টিফিকেট, সমন্বিত পরিবহন টিকেটিং ব্যবস্থা, ক্লিয়ারিং হাউজ, র‍্যাপিড পাস, পরিবহন চাহিদা ও  ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিবহন সেক্টরের সকল অবকাঠামো উন্নয়ন, পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম বিষয়ে বাস্তব ধারণা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সংক্রান্ত সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তথ্য চিত্র ও ভিডিওসহ বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন নীলিমা আখতার। উপস্থাপনায় তিনি দেখান, মহাসড়কে অযান্ত্রিক ও ধীরগতির যান চলাচলের কারণে দূর পাল্লার নিরবচ্ছিন্ন যান চলাচল ব্যাহত হচ্ছে ও দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জাতীয় মহাসড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত হাট বাজার এবং অবৈধ বাণিজ্যিক স্থাপনার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে মূল্যবান জ্বালানি অপচয়, যাত্রীদের গন্তব্য পৌঁছতে অহেতুক বিলম্ব, জরুরি পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টিসহ জরুরি স্বাস্থ্য সেবাও ব্যাহত হচ্ছে।

এই বিষয়টি ছাড়াও ডিটিসিএ'র  ট্রেনিং অ্যাডভাইজার (উপসচিব) শাহেদ পারভেজের সঞ্চালনায় বিশেষ লার্নিং সেশনে আরও ৪টি বিষয়ে উপস্থাপনা দেন খাত সংশ্লিষ্টরা। এর মধ্যে “সড়ক নিরাপত্তা ও প্রাসঙ্গিক আইন/নীতিমালা” বিষয়ে  সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট (চ: দা:) মো: মামুনুর রহমান; “ডিটিসিএ আইন, ২০১২, মেট্র্রোরেল আইন, ২০১৫, বিআরটি আইন, ২০১৬, র‍্যাপিড পাস বিধিমালা (প্রস্তাবিত)” বিষয়ে ম্যাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: তুষার; “ঢাকা মেট্রোপলিট্রন অঞ্চলের জন্য কৌশলগত পরিবহন পরিকল্পনা” বিষেয়ে অতিরিক্ত নির্বাহী পরিচালক (টিএমপিটিআই)  মোহাম্মদ রবিউল আলম এবং “সড়ক পরিবহন আইন, ২০১৮” বিষয়ে  ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার (অতিরিক্ত ডিআইজি, ডিএমপি)মো: সেলিম খান; 

আমন্ত্রিত অতিথি হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি, বিআরটিএ চেয়ারম্যানের প্রতিনিধি, বিআরটিসি চেয়ারম্যানের প্রতিনিধি, ডিএমটিসিএল প্রতিনিধিসহ ডিটিসিএ’র অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিএন্ডপি) মো: মাহবুবুর রহমান (যুগ্মসচিব), অতিরিক্ত নির্বাহী পরিচালক (এমটি) মো: আবদুল লতিফ খান (যুগ্মসচিব), পরিচালক (প্রশাসন) (উপসচিব) মো: মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পকে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ডিটিসিএ’র ২০২৫-২৬ অর্থবছরে ডিটিসিএ'র প্রশিক্ষণ ক্যালেন্ডারের আলোকে ও ২২ অক্টোবর ২০২৫ জাতীয় সড়ক নিরাপদ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ লার্নিং সেশনের কোর্স পরিচালক শাহেদ পারভেজ (উপসচিব), ট্রেনিং এ্যাডভাইজার, ডিটিসিএ, সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়কারী হিসেবে যথাক্রমে মোহাম্মদ সেকান্দর হায়াত বাহাদুর, হিসাব ও অর্থ কর্মকর্তা, ডিটিসিএ এবং কারার শোয়েব, সরকারী পরিচালক (প্রশিক্ষণ) (চ:দা:) দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে এই বিশেষ লার্নিং সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের “সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির” পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বার্তা দেয়া হয়। সড়ক-মহাসড়ক নিরাপদ, যানজটমুক্ত ও গতিশীল যান চলাচল নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা ও সঠিকভাবে মেনে চলার লক্ষ্যে ডিটিসিএ এধরণের কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যৎ বাংলাদেশের সুনাগরিক সৃষ্টিতে এই ধরণের কার্যক্রমসমূহ মাইলফলক হবে।