আরও ৩টি নাগরিক সেবা কেন্দ্র চালু
নাগরিকদের আরও কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দিতে ঢাকার গুলিস্তান, বনশ্রী ও মোহাম্মদপুরে সেবা দেয়া করলো আরও তিনটি নাগরিক সেবা কেন্দ্র। ২২ অক্টোবর, বুধবার থেকে এই সেবা কেন্দ্রগুলো কার্যক্রম শুরু করেছে বলে খবর দিয়েছে আইসিটি বিভাগ।
রাজধানীর রমনা টেলিফোন ভবনে স্থাপিত হয়েছে গুলিস্তানের নাগরিক সেবা কেন্দ্র। এই কেন্দ্রের উদ্যোক্তা মোঃ জাহিদ হাসান। রামপুরা বনশ্রী আবাসিকের ডি ব্লকের ২ নম্বর রোডের বিটিসিএল ভবনে উদ্যোক্তা মোরশেদা মুক্তা সেবা দিচ্ছেন বনশ্রী নাগরিক সেবা কেন্দ্রে।
এর আগে প্রথম ধাপে চালু হওয়া ৩টি নাগরিক কেন্দ্র হলো- গুলশান, উত্তরা, নীলক্ষেত। নাগরিকদের নিকটবর্তী কেন্দ্র পরিদর্শন করে সেবা গ্রহণ করার পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করতে অনুরোধ জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
নাগরিকদের মূল্যবান পরামর্শ নাগরিক সেবা কেন্দ্রের মানোন্নয়নে ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সহায়তা করবে বলে মনে করে সরকার।
বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যুনিবন্ধন, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি কার্যালয়, উপজেলা পরিষদ, জেলা পরিষদের সর্বমোট ৪০০টি সেবা দেয়া হচ্ছে এসব নাগরিক সেবা কেন্দ্র থেকে।







