কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে গ্রামীণফোন

১৮ মে, ২০২৫  
১৮ মে, ২০২৫  
কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে গ্রামীণফোন

 এবার ক্রেডিট কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ সৃষ্টি করলো দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। দ্বিতীয় অপারেটর হিসেবে পামপে-এর সহযোগিতায় এই সেবাটি চালু করলো অপারেটরটি। হ্যান্ডসেটের নির্ধারিত মূল্যের ১৫ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ পেলেন অপারেটরটির বিদ্যমান ও সম্ভাব্য গ্রাহকেরা। 

এই সুবিধার আওতায়  দেশের সকল গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং নির্দিষ্ট পার্টনার আউটলেট থেকে টেকনো ও আইটেল স্মার্টফোনের নির্ধারিত মডেলগুলো থেকে নিজ পছন্দানুযায়ী কিনতে পারবেন ক্রেতা। কিস্তির টাকা পরিশোধ করা যাবে  এমএফএস/ নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম জানিয়েছেন, দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা এবং কিস্তি পরিশোধের সুরক্ষায় ক্রয়কৃত স্মার্টফোনগুলোতে স্মার্ট লকিং সিস্টেম যুক্ত করা থাকবে। এই প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধের জন্য গ্রাহককে নিয়মিত রিমাইন্ডার দেওয়া হবে এবং কিস্তি বাকি থাকলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে, যা নিশ্চিত করবে নিরাপদ ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা।

পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন জেং (ইথান) বলেন, “স্মার্টফোনের ব্যবহার শুধু প্রযুক্তিগত সুবিধা নয়—এটি ডিজিটাল শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি এবং নতুন অর্থনৈতিক সুযোগের দরজাও খুলে দেয়। এই উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সহজ মূল্য পরিশোধ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষকে ডিজিটাল জীবনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছি আমরা।”

আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রেজওয়ানুল হক বলেন, “গ্রামীণফোন ও পামপে’র এই উদ্যোগের ফলে টেকনো ও আইটেল ব্র্যান্ডের স্মার্টফোনগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আগে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা স্মার্টফোন কিনতে পারতেন না সহজ এই কিস্তি সুবিধা তাদের জন্য এক নতুন দুয়ার খুলে দিয়েছে। কার্যকরী এই পার্টনারশিপের মাধ্যমে আইস্মার্টইউ’র মানসম্মত ডিভাইসগুলো আরো বহু মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা গর্বিত।”