ইন্স্যুরেন্স সুবিধায় ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

১২ মার্চ, ২০২৫  
১৩ মার্চ, ২০২৫  
ইন্স্যুরেন্স সুবিধায় ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

ভিভো ভি সিরিজের পোর্ট্রেট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চ শেষে শুরু হলো প্রি-অর্ডার। মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ করা এ স্মার্টফোনটি কিনলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। সাথে আছে মোবাইল ইন্স্যুরেন্সের সুবিধাও। 

নতুন ফোনের প্রি-অর্ডার অফারে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো (মূল্য ৪,৭৯৯ টাকা) ও পোস্ট কার্ড। এছাড়াও মোবাইল ইন্স্যুরেন্সের (মূল্য ১,৯৯৯ টাকা) সুবিধাটি পাওয়া যাবে সম্পূর্ণ এক বছরের জন্য। 

ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে ৬২,৯৯৯ টাকায় প্রি-অর্ডার করা যাবে ফোনটি।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো ভি৫০ ফাইভ জি স্মার্টফোনটির প্রধান আকর্ষণ হল ফোনটির সামনে ও পেছনের সবগুলো ক্যামেরাই জাইসের ৫০ মেগাপিক্সেলের। ফোনটি ২৩ মিমি, ৩৫ মিমি, অথবা ৫০ মিমি ফোকাল লেন্থে পোর্ট্রেট শট নেওয়ার সুযোগ দেয়। আর ১০ মিনিট চার্জ দিলেই কথা বলা যায় ৬ ঘণ্টা পর্যন্ত।