আমদানি পণ্যের কিউআর কোড বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

২৯ এপ্রিল, ২০২৫  
৩০ এপ্রিল, ২০২৫  
আমদানি পণ্যের কিউআর কোড বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আমদানি করা পণ্যের কিউআর কোড বাধ্যতামূলক করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ সংক্রান্ত সফটওয়্যার তৈরির নির্দেশ দিয়েছেন আদালত। এ কমিটিকে ৩ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া, ব্যারিস্টার রাগীব কবির ও অ্যাডভোকেট আরফান সুলতানা। 

এর আগে ২০ এপ্রিল আমদানি করা পণ্যের কিউআর কোড বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জনস্বার্থে সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী এ রিট দায়ের করেন।

রিটে বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের (সিসিআইই) প্রধান নিয়ন্ত্রক, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর (সিসিআইই), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বিএসটিআইসহ মহাপরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।