আদালতে পিপির নজর কাড়তে পলকের তিন সালাম

জুনিয়র হিসেবে পিপি’র সুনজর চাইলেন তিনি

১৯ ফেব্রুয়ারি, ২০২৫  
২০ ফেব্রুয়ারি, ২০২৫  
জুনিয়র হিসেবে পিপি’র সুনজর চাইলেন তিনি

আদালতে আনা-নোয়ার পথে ইন্টারনেট বন্ধ নিয়ে তোপের মুখে প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ হচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসব সময় আগে নিশ্চুপ থেকে; কখনো দুই হাত তুলে দোআ চেয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়াও ‘লাড়াই করে বাঁচতে হবে’ বলেও নেট দুনিয়ায় আলোচিত হয়েছেন।

এরইমধ্যে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকেকারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম এ আজহারুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ। এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে সালাম দেন পলক। শুরুতে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী। পরে তৃতীয় বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি ওমর ফারুক। এসময় পলক বলেন, ‘স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন। জুনিয়র হিসেবে কথা বইলেন স্যার।’ 

আদালতে সাবেক প্রতিমন্ত্রী পলককে পুলিশের কয়েকজনের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা গেছে। এরপর ১১টা ৫ মিনিটে প্রথমে কাঠগড়ার সামনের দিকে এসে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে পলক বলেন, ‘ফারুকী স্যার, আসসালামু আলাইকুম।’ এসময় প্রসিকিউটর ফারুকী স্বাভাবিকভাবে থাকেন। কোনও কথা বলেননি। 

পরে পলক মুখ ভার করে কাঠগড়ার পেছনে দিকে এসে উপস্থিত আইনজীবী ও পুলিশদের বলেন, ‘উনি আমার সালাম নিলেন না।’ এসময় সহকারী প্রসিকিউটর বললেন, ‘স্যার একটু ব্যস্ত আছেন। কাজ করছেন।’ 

পরে আবারও পরপর দুবার সালাম দেন পলক। দ্বিতীয় দফাতে সালাম না নিলেও পরেরবার হাসি দিয়ে মুখ না ঘুরিয়েই হাত উচিয়ে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেন পিপি ওমর ফারুক। 

এরপর বিচারক আদালতে প্রবেশ করলে গ্রেফতার শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান।

এর আগে আদালতে তোলার সময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য, ইনশাআল্লাহ হবে।’ 

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইনপেশায় আর সক্রিয় নন। মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ।