‘ঈদের আগেই ঈদের খুশি’

দরজায় কড়া নাড়ছে রমজান। তবে তার আগেই ‘ঈদের আগেই ঈদের খুশি’ প্রচারণায় নেমেছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। স্মার্টফোনপ্রেমীদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে, ঈদের আগেই ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই উদ্যোগ।
মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো ভি৪০ কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাবেন রিরো ডাব্লিউ১ ওয়াচ। আর ভিভো ভি৪০ লাইটের সাথে থাকছে রিরো এল১৫। এছাড়াও ওয়াই সিরিজের বিভিন্ন মডেলের ওপর থাকছে আকর্ষণীয় উপহার।
সম্প্রতি বাংলাদেশে বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২৯। ঈদের আগেই ঈদের খুশি ক্যাম্পেইনের আওতায় ভিভো ওয়াই২৯ কিনলে গ্রাহকরা পাচ্ছেন রিরো বি১০ নেকবেন্ড উপহার। স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে ও দুটি প্রিমিয়াম রঙে পাওয়া যাচ্ছে। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।