বিদ্যুৎ-গ্যাসে উভয় মাধ্যমেই চার্জ দেয়া যায় বিওয়াইডি সিলায়ন ৬
ইভিটি এক চার্জে পাড়ি দেয় হাজার কিলোমিটার পথ

দেশের বাজারে উন্মোচিত হলো ডুয়াল মোটর ইন্টিলিজেন্স প্রযুক্তির বিদ্যুৎ ও গ্যাস দুইভাবেই চার্জ নিতে সক্ষম এবং এক চার্জে এক হাজার কিলোমিটার পাড়ি দেয়া ইলেকট্রিক কার। টেস্ট ড্রাইভে ঢাকা থেকে রঙ্গামাটি হয়ে ফের শোরুমে পৌঁছে তিনদিনে পাড়ি দিয়েছে ১২০০ কিলোমিটার পথ। আর প্রতি কিলোতে খরচ পড়ছে মাত্র ৪ টাকা।
রবিবার রাজধানীর তেজগাঁওয়ে বিওয়াইডি শো-রুমে বিওয়াইডি সিলায়ন ৬ গাড়িটি উন্মোচন অনুষ্ঠানে জানানো হলো সেই অভিজ্ঞতার কথা। জানাগেলো, পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে এই গাড়িটিতে ভ্রমণ করতে পারবেন ৫ জন। গাড়িটি দেশের ৮৪০ কেটি কেজি কার্বন নির্গমন ঠেকাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নতুন গাড়িটি উন্মোচন করেন বাংলাদেশে বিওয়াইডি পরিবেশক রানার গ্রুপের চেয়ারম্যান ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচলক হাফিজুর রহমান খান। এসময় বিওয়াইডি সিএমও ইমতিয়াজ নওশের, বিওয়াইডি গ্লোবাল প্রতিনিধি চার্লস চেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন গাড়িটির বিশেষত্ব তুলে ধরেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস এবং পরিবেশ বিশ্লেষক রেজওয়ান রহমান। তারা জানান, এর ইঞ্চিনটা জেনারেটর হিসেবে কাজ করে। আর গিয়ারলেস সিস্টেমে চাকায় চলে আসে চলার শক্তি। চারটি রঙে মিলবে এই গাড়িটি। দাম ৬৩ লাখ ৯০ হাজার টাকা।
সিএমও ইমতিয়াজ নওশের বলেন, এটি ইকো, নরমাল ও স্পোর্ট, এই তিনটি ড্রাইভিং মোডে চালানো যাবে। অনবদ্য এ সমস্ত ফিচারের পাশাপাশি, একই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়ির তুলনায় এই বিওয়াইডি সিলায়ন ৬ ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভিটি সবচেয়ে সেরা বাছাই হবে।
অনুষ্ঠানে চার্লস চেন জানান, প্রতি বছরে ইভি-তে তাদের ৪০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। তবে একদিনে এটা সম্ভব হয় নি। আগামী ১৫ মাসে ৫০ লাখ গাড়ি বাজারে যাচ্ছে।
উদ্বোধনের পর রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, “বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশে প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। এটি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনের সংযোগস্থল, যা উন্নত পারফরম্যান্স, জ্বালানি দক্ষতা ও পরিবেশের ওপর সর্বনিম্ন প্রভাব নিশ্চিত করে। এই গাড়ির উন্মোচন অটোমোবাইল খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন।”