সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে যা আছে; শেষতক থাকছেন যারা

১৭ জুলাই, ২০২৫  
১৭ জুলাই, ২০২৫  
সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে যা আছে; শেষতক থাকছেন যারা

স্মার্টফোন, কম্পিউটার, টেলিকমিউনিকেশন, আধুনিক চিকিৎসা যন্ত্র, ইলেকট্রিক ও সেল্ফ-ড্রাইভিং গাড়ি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এমনকি মহাকাশ গবেষণার সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত সেমিকন্ডাক্টর। প্রথমবারের মতো প্রযুক্তির এই প্রাণভোমরা নিয়ে রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে চলমান এই সিম্পোজিয়ামের ইতি ঘটছে ১৭ জুলাই বৃহস্পতিবার। 

এক বছর আগে এই দিনেই বৈষম্যবিরোধী আন্দোলন রূপ নিয়েছিলো গণমানুষের আন্দোলনে। আন্দোলনের তীব্রতা দমাতে ইন্টারনেট ব্লাকআউট করা হয়েছিলো। সেই দুঃসহ অবস্থা পেছনে ফেলে এখন যুথবদ্ধতায় সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এই লড়াইয়ে নেতৃত্ব দেয়া তরুণেরা। নিজেদের সমস্যার সমাধান নেজারাই বাতলে দিয়ে উদ্ভাবনী প্রজন্মে পা রাখতে এই তরুণ গবেষক ও উদ্ভাবকদের মিলনমেলায় পরিণত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম। 

সম্মেলনের শেষ দিনের শুরুতেই দেশের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য জাতীয় উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরবেন সিম্পোজিয়ামের আহ্বায়ক আহ্বায়ক যুক্তরাষ্ট্রের পাড্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা হোসাইন। এরপর বৈশ্বিক সমিকন্টাক্টর ইকোসিস্টেমের ওপর আলোকপাত করবেন তাইওয়ান সেমিকন্ডাক্টর (টিএসএমসি) এর গবেষক ও ইউনিভার্সিটি অব বার্কলে’র অধ্যাপক সাইফ সালাউদ্দিন। 

‘চা বিরোতি’র পরেই দেশে একটি ‘সেমিকন্ডাক্টর ট্যালেন্ট ফোর্স’ গড়ে তোলার পরিকল্পনা প্রণয়নের নিরিখে বিশেষ সেমিনার। বুয়েট অধ্যাপক মোহাম্মাদ আনিসুজ্জামান তালুকদারের সঞ্চালনায় এই সেশনে আলোচক হিসেবে থাকছেন রাবি ভিসি সালেহ নাকিব, ইউআইইউ ভিসি মুহাম্মাদ রেজওয়ান খান, বুয়েটের ইইই অনুষদের চেয়ার এ বিএম হারুন উর রশিদ, এআইইউবি’র ইনোভেশন ল্যাবের ডিরেক্টর শাহরিয়ার মাসুদ রিজভী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌহিদুর রহমান, এমআইএসটি কমোন্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। 

এরপর পোস্টার প্রেজেন্টেশন শেসনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারিয়া মেহজাবিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইনুল হোসাইন, আইইউটি’র সহযোগি অধ্যাপক মোহাম্মাদ মাসুম বিল্লাহ ও ইস্টওেয়েস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মাদ রায়ান খান নিজেদের ভাবনা তুলে ধরবেন। 

মধ্যাহ্ন বিরতির পর স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান ও ভবিষ্যত রূপরেখা তুলে ধরবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে এই সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসআইএ সভাপতি এম এ জব্বার। এআই যুক্ত সেমিকন্ডাক্টরের ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ড এর নকশা, এমবেডেড সিস্টেম এবং প্রটোটাইপ, প্যাকেজিং ও টেস্টিংসহ ডিজিটাল টুইন, নন সলিকন ডিভাইসের নকশা-কে কেন্দ্র করে প্যানেল আলোচনাটি সঞ্চালনা করবেন এনএক্সপি ডিরেক্টর ড. সৈয়্যদ বদরুদ্দোজা। 

এরপর অ্যাপলাইড ম্যাটেরিয়ালস এর সাবেক ভিপি ড. আনিসুল খানের সঞ্চালনায় বিদেশী অতিথিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এসকে হাইনিক্স সিভিপি জিন লিম, মিডিয়াটেক সিভিপি প্যাট্রিক উইলসন, স্যানডিস্ক ও ওয়েস্টার্ন ডিজিটালের টেকনোলজি ডেভেলপমেন্ট বিভাগের ভিপি ফুমিতোশি ইতো গ্লোবাল ফাউন্ডার্স ভিপি ড. মাহবুব রাশেদ, টোকিও ইলকট্রনিক্স এর ভিপি বৈদ্য ভরদ্বাজ এবং ইনোভিক্সভিপি ড. শাতিল হক অংশ নেবেন। 

এদিকে সিম্পোজিয়ামে ইনোভেশন জোনে একক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৬টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে এমআইএসটি। স্থানীয় হার্ব থেকে তৈরি ব্যাথা উপশমের লিকুইড, কচুর পাতার মতো পানিবান্ধব পাট থেকে বিশেষ ফাইবার দিয়ে তৈরি ব্যাগের সমারহ, পক্ষাঘাতগ্রস্তদের চোখের ভাষা বুঝে সহায্য পাওয়ার হেলথ সল্যুশন, কৃষি ও নজরদারির ড্রোন, আইওটি ভিত্তিক স্মার্ট কৃষি পর্যবেক্ষণ পদ্ধতি,এআই কোয়াড কপ্টার- বিশ্ববিদ্যালয়ের থিসিস থেকে এমন নানা উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে সম্মেলনে। একইভাবে বুয়েটের তিনটি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুইটি প্রকল্প দর্শনার্থীদের নজর কেড়েছে। এদের মধ্যে কাদামাটি থেকে থ্রিডি প্রিন্টারের মাধ্যম মৃৎশিল্পে প্রযুক্তির ছোঁয়া যুক্ত করেছেন বুয়েটের একটি দল। এই দলের সদস্যরা হলেন- বুয়েট ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মোহাম্মদ আবু সায়েম, ফাহিম আল মোনায়েম, শাহরিয়ার আহমেদ, রিফাত শাহরিয়ার,  জাহিদ হাসান এবং কামরুল হাসান। 

 উদ্ভাবকদের পাশাপাশি সেমিকন্ডাক্টর খাতের বাংলাদেশী প্রতিষ্ঠান ডায়নামিক সল্যুশন ইনোভেশন, বালু চেকনোলজিস, আই টেস্ট বাংলাদেশ লিমিটেড,প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, সিলিকোনোভা লিমিটেড, তাহোই প্রাইভেট লিমিটেড. থিংক গ্লোবাল লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড এবং উল্কাসেমি প্রাইভেট লিমিটেড নিজেদের উদ্ভাবিত সেবা প্রদর্শন করছে।

এর বাইরে সরকারের ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্প থেকে অর্থয়ান প্রাপ্ত ১৬টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে সম্মেলনের ইনোভেশন জোনে। প্রকল্পগুলোর মধ্যে তিনটি করে শিক্ষা, পরিবেশ বিষয়ক প্রকল্প; ২টি করে স্বাস্থ্য ও প্রাণীসম্পদ এবং একটি করে কৃষি ও সংস্কৃতি বিষয়ক উদ্যেগ রয়েছে।