সেনা অভিযানে নাটোরে ইমো হ্যাকার গ্রেফতার
ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত একটি কিশোর গ্যাংকে নাটোর লালপুর থেকে আটক করেছে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই (বুধবার) ভোর ৫টা দিকে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ১২ জন কিশোরকে আটক করে স্থানীয় লালপুর থানায় হস্তান্তর করে দলটি।
আটককৃতরা হলেন- উপজেলার মহড়কয়া গ্রামের মো: রিয়াজ আহাম্মেদ, মো: রাব্বি হোসেন,মো: আবির আলী,মো: পান্তো, মুরাদ, কাওসার, রাসেল, সানজিদ, মো: কাওসার মুন্না, মমিন, মো: রিদওয়ান ও সাগর আলী।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কন্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করত। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক সেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। অভিযানের সময় আটক কিশোরদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অ্যান্ড্রয়েড ১৬টি স্মার্ট ফোন,১২টি বাটন ফোন, অতিরিক্ত ৩০টি সিমকার্ড, ১টি দেশীয় অস্ত্র, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও স্বল্প পরিমাণ গাঁজা উদ্ধার করে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে ও বিভিন্ন মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
০৯-জুলাই/ডিজিবিটেক/এলডি







