ভোটে পূর্ণ প্যানেলে ‘আইএসপি ইউনাইটেড’
দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে ১৭ মে। রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবার সাধারণ ও সহযোগী সদস্য শ্রেণিতে ভোটার সংখ্যা যথাক্রমে ২৬৩ এবং ৬০০ জন।
নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে নয়জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে চারজন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন। রবিবার (২৭ এপ্রিল) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।
নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোহাম্মাদ আলী এবং অপর দুই সদস্য রাহিব হোসেন ও এরশাদ হোসেন স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে নয়টি পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগী সদস্যদের মধ্যে ৪ পদে প্রর্থী ১০ জন। অর্থাৎ সাধারণে প্রার্থী প্রতি ভোটার অনুপাত দাঁড়াছে প্রায় ১৯ জন এবং সহযোগীতে ৬০ জন। অর্থাৎ সাধারণে এবার তেমন প্রতিদ্বন্দ্বীতা না হলেও সহযোগিতে হবে বিপরীত।
এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই সাধারণ সদস্য শ্রেণিতে একক পূর্ণাঙ্গ প্যানেল হিসেবে ভোটে একাট্টা হয়েছেন ৯ জন প্রার্থীরা। ‘আইএসপিদের কণ্ঠস্বর’ হয়ে ‘আইএসপি ইউনাইটেড’ নামের এই প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন এর আগেও সভাপতির দায়িত্ব পালনকারী আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. হাকিম। এরই মধ্যে প্যানেলটির পক্ষ থেকে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। সেখানে ৯ জনের মধ্যমনি হয়ে রয়েছেন ২০২১-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।
এছাড়াও আইএসপি ইউনাইটেড প্যানেলে রয়েছেন বর্তমান কমিটি সাধারণ সম্পাদক ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা। একইভাবে একসময়ে একাধিকবার আইসেপিএবি’র কার্য নির্বাহী কমিটিতে ছিলেন অপর প্রার্থী মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা (প্রা:) লিমিটেড)। পাশাপাশি বর্তমান ইসি থেকে এই প্যানেলের প্রার্থী হয়েছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু। টিম আইএসপি উইনাটেডের হয়ে প্রথম বারের মতো প্রার্থী হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান, নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।
প্যানেল প্রধান আমিনুল হাকিম বলেছেন, আমাদের টিম গঠিত হয়েছে একদল অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল পেশাদার নিয়ে, যারা ইন্টারনেট শিল্পে বহু বছরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এই খাতের টেকসই উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি, সম্মিলিত দক্ষতা, অভিজ্ঞতা এবং দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী আইএসপি ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব ।আমরা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও ইন্ডাস্ট্রির অব্যাহত অগ্রযাত্রা নিশ্চিত করা যায়। আমরা কথা দিচ্ছি, সকল সদস্যের সম্মান ও অধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।
আইএসপিএবি ভোটে ১৩ পদে প্রার্থী ২৪







