আইএসপিএবি ভোট গ্রহণ শেষ

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে শেষ হলো আইএসপিএবি কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ। দেরিতে শুরু করায় বিকেল সাড়ে ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণণা প্রস্তুতি। মাগরিবের পর শুরু হবে ভোট গণনা।
নির্বাচন কমিশন জানায়, সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ২২৯ টি। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৭ শতাংশ। আর সহযোগী সদস্য পদে ৬৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫৫৭ টি। এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৮৪ শতাংশ। ফলে গড়ে ৮৫ শতাংশ ভোট পড়েছে।
শনিবার (১৭ মে) রাজধানীর শাহবাগের মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে নিরধারিত সময়ের ৩০ মিনিট পরে ১০টি বুথে শুরু হয় দুই ক্যাটাগরির ভোট গ্রহণ।