ফোনটিতে এক চার্জে ২৫ ঘণ্টা ব্রাউজিং

১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে মিলছে আইটেল পাওয়ার ৭০। কেস ছাড়া ১০,৯৯০ টাকা এবং পাওয়ার কেসসহ ১১,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে স্মার্টফোনটি।
আইটেল কর্তৃপক্ষ জানিয়েছে,
আইটেল পাওয়ার ৭০-তে রয়েছে ৬,০০০ এমএএইচ বিল্ট-ইন ব্যাটারি এবং ৪,০০০ এমএএইচ পাওয়ার কেস, যা একত্রে ১০,০০০ এমএএইচ পাওয়ার সাপোর্ট নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা ২৫ ঘণ্টা অনলাইন ব্রাউজিং, ১৬২ ঘণ্টা গান শোনা এবং ৪৮ ঘণ্টা লাইট গেমিং উপভোগ করতে পারবেন। এর আইপি৫৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা ফোনটিকে টেকসই করে তোলে আর ড্রপ-প্রতিরোধী কেস অতিরিক্ত সুরক্ষা দেবে।
চার বছরের ব্যাটারি স্বাস্থ্য গ্যারান্টি দেয়া হয়েছে ফোনটিতে।