কুমিল্লায় আইএসপিএবি নিক্স এর আঞ্চলিক ‘পপ’ উদ্বোধন

রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের পর কুমিল্লা জেলায় স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক পপ। বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনটে এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে শনিবার (১৫ মার্চ) জেলার কান্দিরপারের মাধুরী ননিস্থ জসিম টাওয়ারে টেলিকম সেবাটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহিম খান।
দেশেজুড়ে দ্বিগুণ গতির নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই সেবা চালু করা হলো বলে জানিয়েছে আইএসপিএবি।
প্রধান অতিথি বক্তব্যে মো: আব্দুর রহিম খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কেবলমাত্র দেশের ভিতরে বাণিজ্য প্রসারের জন্য কাজ করছে না, বিদেশের সাথে বাণিজ্য সহায়ক চুক্তি করে বৈদেশিক মুদ্রা অর্জন ও কম মূল্যে বিদেশ থেকে পণ্য সংগ্রহ করা। আইএসপিএবি নিক্স স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের একটি অন্যতম উপায়। নিক্স এর মাধ্যমে স্বল্প খরচে ডেটা বিনিময় করা সহজ হচ্ছে। এর ফলে শুধু ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে নয় বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
আইএসপিএবি সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ। এসময় অন্যান্যের মধ্যে আইএসপিএবির ট্রেজারার মো: আসাদুজ্জামান সুজন, ক্লাউড প্ল্যানেটের চেয়ারম্যান ড. শাহেদ মোরশেদ, ম্যানেজিং ডিরেক্টর মোবারক হোসেন এবং বিপিসির সহকারী পরিচালক জনাব ফয়সাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।