ঈদে ২৭ হাজার টাকা বাজেটের ৫ স্মার্টফোন

২৫ মার্চ, ২০২৫  
২৫ মার্চ, ২০২৫  
ঈদে ২৭  হাজার টাকা বাজেটের ৫ স্মার্টফোন

সাম্প্রতিক সময়ে ঈদের আগে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য কেনার জন্য শপিংমলে ভিড় জমালেও একটু সম্ভ্রান্তদের মধ্যে জামা-কাপড়ের সঙ্গে গেজেট কেনাতে বাজেট রাখার চল শুরু হয়েছে। এই সময়ে টেকস্যাভিদের অনেকেই জমানো টাকা দিয়ে ভালো একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। এক্ষেত্রে বর্তমান বাজারে ২৭ হাজার টাকার মধ্যে ৫টি স্মার্টফোনের তথ্য শেয়ার করা হলো পাঠকদের সামনে।

অপো এ৫ প্রো

 কদিন আগেই দেশের বাজারে দীর্ঘস্থায়ী মিডরেঞ্জের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করেছে অপো।  কোম্পানিটির দাবি, ‘ডুয়াল সার্টিফাইড’ ফোনটি ‘ট্রেন্ডসেটার’ হওয়ার পাশাপাশি ‘অলরাউন্ড’ পারফরম্যান্স দেবে। স্মার্টফোনটিতে আছে ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিং। এ রেটিং পানি ও ধূলা থেকে গ্যাজেটের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। স্মার্টফোনটিতে রয়েছে এআই ফিচারও, যা ছবির গুণগত মান বাড়িয়ে তুলবে। ডিভাইসটির ‘এআই ইরেজার ২.০’ ফিচারটি ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয় মুছে ফেলতে পারে; ‘এআই রিফ্লেকশন রিমুভার’ ফিচার প্রতিফলন দূর করে ও ‘এআই আনব্লার’ ফিচার অস্পষ্ট ছবিকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। আরও রয়েছে ‘এআই ক্ল্যারিটি এনহেন্সার’, যা ছবির স্বচ্ছতা বাড়িয়ে তুলবে। পাশাপাশি ‘এআই স্মার্ট ইমেজ মেটিং ২.০’ অ্যালবামের ডিজিটাল কনটেন্টগুলো সিঙ্গেল ট্যাপে শেয়ার ও কাস্টমাইজ করার সুযোগ দেয়। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরা গ্রাহকদের স্বচ্ছ, নিখুঁত, অকৃত্রিম ছবি তুলতে সাহায্য করবে। ‘অপো এ৫ প্রো’-এর মাধ্যমে পানির নীচেও ছবি তোলা যাবে। ঘরের বাইরে স্মার্টফোনটির ব্যবহারের জন্য এতে রয়েছে ‘আউটডোর মোড’ও। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সক্ষমতার ফোনটির দাম ২৩ হাজার ৯৯০ টাকা। 

ইনফিনিক্স নোট ৪০এস

৬.৭৮’’ এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে সহ ইনফিনিক্স নোট ৪০এস ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দুর্দান্ত পারফরম্যান্স। মিডিয়াটেক হেলিও জি৯৯ আলটিমেট অক্টা-কোর ২.২ গিগা হার্জ প্রসেসর দ্বারা সমর্থিত এই ডিভাইসে পাওয়া যাবে দ্রুতগতির পারফরম্যান্স। ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস এবং কাস্টমাইজেশন অপশন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি ভালো একটি পছন্দ হতে পারে। এই ডিভাইসে ১০৮ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেল ম্যাক্রো রিয়ার ক্যামেরা সেটআপও রয়েছে, যা সূক্ষ্ম বিবরণ সহ সুন্দর ছবি তুলতে সহায়তা করে। এই ফোনের ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো সেলফি তোলা যাবে। এই ডিভাইসে আরও রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জ ২.০; ফলে ব্যবহারকারীরা কোনও ঝামেলা ছাড়াই সারাদিনব্যাপী পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। স্মার্টফোন প্রেমীরা এই ডিভাইসের (৮+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটির দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।

টেকনো ক্যামন ৩০

এআই-সমর্থিত স্মার্টফোন ফটোগ্রাফি ও পারফরম্যান্সের জন্য পাওয়ার হাউস হিসেবে সমাদৃত ক্যামন ৩০ ফোনটি। এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি এই ফোনে আরও রয়েছে ৬.৭৮’’ এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। সারাদিনের সকল কাজের জন্য এ ডিভাইসে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ও ৭০ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা। ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেটআপ (ট্রিপল এআই ক্যামেরা) দিয়ে ব্যবহারকারীরা দিনে অথবা রাতে যেকোনো পরিস্থিতিতে উপভোগ করতে পারবেন দুর্দান্ত ক্যামেরা অভিজ্ঞতা। এই ফোনের অত্যাধুনিক এআই প্রযুক্তি সম্বলিত এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার, এআই স্কেচ এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিন আপনার ছবি তোলার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। আইসল্যান্ড ব্যাসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই ফোনটি। ক্যামন ৩০ ফোনের ২৫৬ জিবি রম + ৮ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের মূল্য এখন মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। 

রেডমি নোট ১৪ 

এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, যার সাহায্যে উপভোগ করা যাবে উচ্চমানের ছবি তোলার অভিজ্ঞতা। মিডিয়াটেক হেলিও জি৯৯-আল্ট্রা প্রসেসর থাকার কারণে ব্যবহারকারীরা এই ফোনে অসাধারণ কর্মক্ষমতার পাশাপাশি খুব সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনে এআই ইরেজ ও এআই স্কাই এর মতো বেশ কিছ ফিচার আছে; যা আপনাকে খারাপ আবহাওয়াতেও নিখুঁত ছবি তুলতে সাহায্য করবে। ৫ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট টার্বো চার্জিং সম্পন্ন এই ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য অসাধারণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। ব্যবহারকারীরা এখন শাওমি রেডমি নোট ১৪ এর ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি  মাত্র ২৬ হাচার ৯৯৯ টাকায় কিনতে পারবেন।  

রিয়েলমি ১২

রিয়েলমি ১২ ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে। সুবিশাল স্টোরেজ থাকায় ব্যবহারকারীরা যত খুশি ততো ছবি ও অন্যান্য তথ্য ফোনে রাখতে পারবেন। এই ফোনে এআই বুস্ট প্রযুক্তি, এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ, এআই ডুয়াল লাইট সেন্সর এবং এআই স্মার্ট চার্জিং সহ বেশ কিছু এআই ফিচার রয়েছে; ফলে এই ডিভাইসটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য উপযুক্ত একটি পছন্দ। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিশ্চিত করে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম সম্বলিত এই ফোনের মূল্য মাত্র ২৭ হাজার ৯৯৯ টাকা।